নিজস্ব প্রতিবেদক : শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে চিকিৎসকের লাথি ও চড় খেলেন এক রোগী। রবিবার দুপুর থেকে এমন একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

২ মিনিট ৮ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, শরীয়তপুর সদর হাসপাতালের অর্থপেডিক্স সার্জন ডা. মোহাম্মদ আকরাম এলাহী গোলাপী শার্ট ও কালো প্যান্ট পরিহিত এক রোগীকে চড় ও লাথি মারছেন। দুই পা জড়িয়ে ধরার পরও ওই রোগীকে বেদম মারছেন এবং বিভিন্ন কথা বলে ধমকাচ্ছেন ওই চিকিৎসক। তবে সংবাদটি লেখা পর্যন্ত ওই রোগীর পরিচয় পাওয়া যায়নি।

এ ব্যাপারে চিকিৎসক আকরাম এলাহী বলেন, আমার অ্যাসিস্ট্যান্টের গায়ে হাত তোলার পর আমি তাকে মারধর করি। এতে আমার দোষ কোথায়?

চিকিৎসক আকরাম এলাহীর অ্যাসিস্ট্যান্ট আতাউর রহমান বলেন, আমি অসুস্থ মানুষ। ওই লোক বিনা কারণে আমার বুকের ওপরে থাপ্পড় মেরেছে। তারপরও আমি কিছুই বলিনি, শুধু স্যারের কাছে বলেছি।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুস সোবহান বলেন, ওই রোগী এখনো কোনো অভিযোগ করেননি। তবে আমি শুনেছি ওই ঘটনাটি নাকি মীমাংসা হয়ে গেছে।

শরীয়তপুরের সিভিল সার্জন ডা. এসএম আব্দুল্লাহ আল মুরাদ বলেন, আমি ভিডিওটা দেখিনি, দেখবো। যদি রোগীকে মারধর করে থাকে তাহলে ওই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।