খুলনা, খুলনা বিভাগ, জেলার খবর | তারিখঃ নভেম্বর ১৪, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 1297 বার
রাসেল আহমেদ,খুলনা:খুলনার তেরখাদায় মাদক কারবারিদের হামলায় জেলা গোয়েন্দা পুলিশের চার সদস্য আহত হয়েছেন।
বুধবার রাতে তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়নের আমতলা গ্রামে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন জেলা ডিবি পুলিশের ওসি মো. নুরুল ইসলাম বাদল। আহতরা হলেন জেলা গোয়েন্দা পুলিশের এসআই নাগিব শাকিল, এএসআই মঈনুদ্দীন, কনস্টেবল তবিবুর রহমান ও শামীম রেজা। তাদের মধ্যে গুরুতর আহত মঈনুদ্দীনকে খুলনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় এসআই নাগিব শাকিল তেরখাদা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এতে তিনি জানান, অবৈধ অস্ত্র মাদক উদ্ধার অভিযানে রাত সাড়ে ৯টার দিকে আমতলা গ্রামের স্বদেশ ফার্মেসীর সামনে মাদক ব্যবসায় জড়িত পারভেজ মোল্লা, মফিজুল ও আবু তাহের নামে তিনজনকে আটক করা হয়।এ খবর পেয়ে তাদের সহযোগীরা লাঠিসোঠা ও লোহার রড নিয়ে পুলিশের ওপর চড়াও হয়। পুলিশ স্বদেশ ফার্মেসীর মধ্যে আশ্রয় নিলে সেখান থেকে এএসআই মঈনুদ্দীন ও কনস্টেবল তবিবুরকে বের করে নিয়ে বেধড়ক মারপিটে জখম করা হয়। এছাড়া পুলিশকে বহনকারী মাইক্রোবাস ভাংচুরকালে এসআই নাগিব শাকিল ও কনস্টেবল শামীম রেজা আহত হয়।
এ ঘটনায় মামলা হওয়ার কথা জানিয়ে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল ইসলাম বাদল জানান, পুলিশের ওপর হামলা ঘটনা জানাজানি হলে নৌবাহিনীর একটি টিম ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। হামলায় জড়িত পারভেজ মোল্যা, মফিজুল ও আবু তাহেরকে আটক করা হয়েছে বলে জানান তিনি।