নুরতাজ আলম, চাঁপাইনবাবগঞ্জ।। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা শাহাদাত হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনাকষা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাসুদ রানা। বিশেষ অতিথি ছিলেন প্যানেল চেয়ারম্যান মো: কাজল আহমেদ। এছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ড সদস্য, সংরক্ষিত নারী সদস্য, গ্রাম পুলিশ, সুশীল সমাজের প্রতিনিধি, ইমাম, শিক্ষক, বিদেশ ফেরত অভিবাসী এবং সাংবাদিকসহ এলাকার বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

কর্মশালাটি সঞ্চালনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের শিবগঞ্জ উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার মো: বাবুল ইসলাম। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের চাঁপাইনবাবগঞ্জ এমআরএসসি প্রতিনিধি সাইকোসোশ্যাল কাউন্সেলর ইফফাত আরা রাখী। তিনি ব্র্যাক এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পাশাপাশি “প্রত্যাশা-২” প্রকল্পের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ইফফাত আরা রাখী জানান, “প্রত্যাশা-২” প্রকল্পের মাধ্যমে সম্ভাব্য অভিবাসীরা নিয়মিতভাবে বিভিন্ন সেবা সম্পর্কে জানার সুযোগ পাবেন। এছাড়া, বিদেশ ফেরত অভিবাসীদের জন্য মনোসামাজিক কাউন্সেলিং, সামাজিকপুনরেকত্রীকরণ এবং অর্থনৈতিক পুনরেকত্রীকরণ বিষয়েও আলোচনা করা হয়।

প্রধান অতিথি মো: মাসুদ রানা বলেন, “ব্র্যাকের কার্যক্রম দিন দিন বিস্তৃত হচ্ছে। যদি ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ও অসহায় প্রবাসীরা সহায়তা পায়, তবে তা একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ হবে।” তিনি প্রোগ্রামের জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সভাপতি মির্জা শাহাদাত হোসেন বলেন, “ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এই ধরনের উদ্যোগের মাধ্যমে অনেক বিদেশ ফেরত অভিবাসীকে সচেতন ও উপকৃত করতে সক্ষম হবে। এটি বিদেশে গমনেচ্ছুক এবং বিদেশ ফেরত অভিবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”