খুলনা বিভাগ, জেলার খবর, যশোর, রাজনীতি | তারিখঃ নভেম্বর ৩, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 7524 বার
বিশেষ প্রতিনিধি।। যশোরের শার্শার লক্ষনপুরে ‘কেন জামায়াত সভা করল’ এ অজুহাতে আলী রসুলকে (৫০) পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী আলী রসুলকে তাদের দলের কর্মী বলে দাবী করেছেন।
স্থানীয়রা এসময় আলী রসুলকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
শনিবার রাত ৮ টার দিকে লক্ষনপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে বলে জানান শার্শা উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ।
আলী রসুল শার্শা উপজেলার লক্ষনপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা।
এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াত ইসলামী। একটি বিক্ষোভ মিছিল স্থানীয় বাজার প্রদক্ষিণ করে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এসময় জামায়াত নেতারা হুশিয়ারি দিয়ে বলেন, যারা এ হামলায় জড়িত অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মাওলানা আজিজুর রহমান তার ফেসবুক ভেরিফাইড পেইজে লিখেছেন, খুবই দুঃখ জনক। শার্শার লক্ষণপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের জামায়াত কর্মী আলী রসুল মারাত্মক আহত হলেন আর একটি গণতান্ত্রিক দলের কিছু উশৃঙ্খল কর্মীর হাতে।গ্রামের এক পাড়ায় সাধারণ সভার আয়োজন করে জামায়াত। ইউনিয়ন নেতাদের বক্তব্য প্রদানের মাধ্যমে সভা শেষ হয়ে যায়। নেতারা চলে যাওয়ার কিছু পরে, ‘কেন জামায়াত সভা করল’ এই অজুহাত দেখিয়ে কয়েক জন বিএনপি কর্মী তাদের উপর ঝাপিয়ে পড়ে আহত করল কয়েকজনকে। যার মধ্যে আলী রসুলকে হাসপাতালে ভর্তী হতে হয়েছে।
আমরা কী ভুলে গেলাম ১৫ বছরের একসাথে বঞ্চনা ও নির্যাতন সহ্যের কথা। পতিত সে শক্তির অপরাধ ছিল তারা অপরের অধিকার স্বীকার করতনা। তাই তারা আজ অভিশপ্ত। গণতন্ত্রের পথ হারালে আমরাও তো হব অভিশপ্ত।
শার্শা উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ জানান, জামায়াতের সাধারন সভা শেষে সবাই বাড়ি চলে গিয়েছিল। পরে আওয়ামীলীগ আমলে সন্ত্রাসী করে বেড়ানো ওই সমস্ত সন্ত্রাসীরা বিএনপির সাথে যোগ দিয়ে এ হামলার ঘটনা ঘটায়। তিনি এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
শার্শা থানার ওসি আমির আব্বাস জানান, বিষয়টি আপনাদের মাধ্যমে শুনেছি। এখনো থানায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।