সারাবিশ্ব | তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 4793 বার
সারাবিশ্ব ডেস্ক : ভারতের ত্রিপুরায় গাছে ঝুলিয়ে দুই ছেলের বিরুদ্ধে ৬২ বছর বয়সী এক নারীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে চম্পকনগর থানা এলাকার খামারবাড়িতে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই দুই ছেলেকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে।
স্থানীয়রা জানিয়েছেন, প্রায় দেড় বছর আগে স্বামীকে হারানোর পর ওই নারী তাঁর দুই ছেলেকে নিয়ে থাকতেন। তাঁর আরেক ছেলে আগরতলায় থাকেন।
জিরানিয়ার সাব-ডিভিশনাল পুলিশ অফিসার কমল কৃষ্ণ বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘একজন নারীকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে, এমন খবর পাওয়ার পর সেখানে পুলিশের একটি দল গিয়ে দেখে, একটা পোড়া মরদেহ গাছের সঙ্গে বাঁধা। এরপর মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।’
কমল কৃষ্ণ আরও বলেন, ‘এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আমরা তার দুই ছেলেকে গ্রেপ্তার করেছি। তাদের আজ সোমবার আদালতে হাজির করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে। ঘটনার পেছনে পারিবারিক কলহের কারণ হতে পারে।’
নৃশংস ঘটনাটির তদন্ত চলছে বলেও জানান কমল কৃষ্ণ।