সারাবিশ্ব | তারিখঃ নভেম্বর ২, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 6767 বার
সারাবিশ্ব ডেস্ক : উত্তর গাজার জাবালিয়া এলাকায় হামাসের সামরিক বাহিনী আল-কাসেম ব্রিগেডের হামলায় ১৫ ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। ওই ব্রিগেড শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, আল-কাসেম যোদ্ধারা একটি জটিল অভিযানে অংশ নিয়ে প্রথমে ইহুদিবাদীদের একটি সাঁজোয়া যানে আল-ইয়াসিন ১০৫ শেল দিয়ে আঘাত হানেন। এরপর তারা একটি ঘরে ঘাঁটি গেড়ে অবস্থান করা ১২ ইসরায়েলি সেনার ওপর টিবিজি শেল দিয়ে হামলা চালান। এসব হামলায় সব ইহুদিবাদী সেনা নিহত হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, এ সময় হামলা থেকে রক্ষা পাওয়া তিন ইসরায়েলি সেনা কোনোমতে একটি মেরকাভা ট্যাংকের দিকে দৌড়ে পালাতে থাকলে উচ্চ বিস্ফোরণ ক্ষমতাসম্পন্ন একটি বোমা নিক্ষেপ করে তাদেরকেও ঘায়েল করা হয়। তবে এসব ক্ষয়ক্ষতির কথা এখনো স্বীকার করেনি ইসরায়েল।
উত্তর গাজায় গত কয়েক সপ্তাহের ইসরায়েলি ভয়াবহ আগ্রাসনের মুখে নিজেদের অভিযানের মাত্রা বাড়িয়ে দিয়েছেন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। উত্তর গাজায় গত কয়েক সপ্তাহে অন্তত ১ হাজার নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী।
এই নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি পাশবিক গণহত্যায় ৪৩ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। হতভাগ্য এসব মানুষের বেশিরভাগ নারী ও শিশু।
এর আগে ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে, গত অক্টোবর মাসে গাজা উপত্যকা ও দক্ষিণ লেবাননে তাদের ৬২ সেনা নিহত হয়েছে। গাজা যুদ্ধে একমাসে নিহতের দিক দিয়ে এটি ইসরায়েলি সেনাদের দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা। এর আগে গত বছরের ডিসেম্বরে গাজায় ১১০ ইসরায়েলি সেনা নিহত হয়েছিল।