রান্নাবান্না ডেস্ক : বর্ষা মানেই ইলিশ মাছ। এ সময়ে বাঙালিদের ঘরে ঘরে চলে ইলিশ পার্বণ। ভাপা, পাতুরি, কালো জিরে দিয়ে পাতলা ঝোল— পাত জুড়ে থাকে ইলিশের নানা পদ। এ বর্ষায় না হয় সেই তালিকায় যুক্ত হোক নতুন একটি রান্না। চেনা ইলিশের অচেনা স্বাদ নিতে বানিয়ে ফেলুন বরিশালি ইলিশ।

উপকরণ:
ইলিশ মাছ: ৫ টুকরো, কালো সরিষা: ১ টেবিল চামচ, সাদা সরিষা: ১ টেবিল চামচ, নারিকেল দুধ: আধ কাপ, দই: ১০০ গ্রাম, চেরা কাঁচা মরিচ : ৫টি, নুন: স্বাদ মতো, হলুদ গুঁড়ো: এক চা চামচ, শুকনো মরিচ গুঁড়ো: আধ চা চামচ, সরিষার তেল: ৩ টেবিল চামচ

প্রণালী:
প্রথমে ইলিশ মাছগুলি ভাল করে ধুয়ে নুন, হলুদ মাখিয়ে রেখে দিন। জলে ভিজিয়ে রাখা সাদা ও কালো সর্ষে বেটে নিন। সর্ষে বাটা, নারকেল বাটা, দই, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি ভাল করে মিশিয়ে নিন।

এ বার কড়াইয়ে তেল গরম করে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে এই মিশ্রনটি দিয়ে কষাতে থাকুন।

ফুটতে শুরু করলে এ বার নুন-হলুদ মাখানো মাছগুলি দিয়ে দিন। আধ কাপ জল দিয়ে মাঝারি আঁচে ঢাকা দিয়ে রাখুন।

মাছ সেদ্ধ হয়ে ঝোল ঘন হয়ে এলে উপর থেকে সরিষার তেল ছড়িয়ে নামিয়ে নিন। বৃষ্টির দিনে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন বরিশালি ইলিশ।

সুত্র — সংগ্রীহিত ।