১২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ২ হাজার যাত্রী থেকে আদায় ৪ লাখ টাকা

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:১৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / ২০

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের ৬৪টি ট্রেনে পরিচালিত বিশেষ অভিযানে মোট ১ হাজার ৯৪৫ জন টিকিটবিহীন যাত্রী শনাক্ত করা হয়েছে। অভিযানে অংশ নিয়েছেন ৯৪ জন টিটিই। পরে তাদের কাছ থেকে ভাড়া ও জরিমানা হিসেবে মোট ৪ লাখ ২৪ হাজার ৯১০ টাকা আদায় করা হয়।

আজ বুধবার রেলওয়ের ভেরিফাইড পেইজে জানানো হয়েছে, এই অভিযান চলাকালীন মোট ২ হাজার ৭৩৫টি টিকিট যাচাই করা হয়। যাত্রীদের মধ্যে যাদের টিকিট ছিল না, তাদের কাছ থেকে ভাড়া হিসেবে আদায় করা হয়েছে ২ লাখ ৯৪ হাজার ৪৩০ টাকা, আর জরিমানা হিসাবে নেওয়া হয়েছে ১ লাখ ৩০ হাজার ৪৮০ টাকা।

রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অভিযান মূলত যাত্রীদের মধ্যে নিয়মিত টিকিট ব্যবহারের সচেতনতা বৃদ্ধি এবং রেলওয়ের নিরাপত্তা ও আয় বৃদ্ধি নিশ্চিত করার জন্য পরিচালিত হয়েছে। তারা আরও জানান, ভবিষ্যতে এই ধরনের অভিযান আরও কড়া করা হবে এবং জরিমানা কার্যক্রম বাড়ানো হবে।

Please Share This Post in Your Social Media

বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ২ হাজার যাত্রী থেকে আদায় ৪ লাখ টাকা

আপডেট: ১২:১৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের ৬৪টি ট্রেনে পরিচালিত বিশেষ অভিযানে মোট ১ হাজার ৯৪৫ জন টিকিটবিহীন যাত্রী শনাক্ত করা হয়েছে। অভিযানে অংশ নিয়েছেন ৯৪ জন টিটিই। পরে তাদের কাছ থেকে ভাড়া ও জরিমানা হিসেবে মোট ৪ লাখ ২৪ হাজার ৯১০ টাকা আদায় করা হয়।

আজ বুধবার রেলওয়ের ভেরিফাইড পেইজে জানানো হয়েছে, এই অভিযান চলাকালীন মোট ২ হাজার ৭৩৫টি টিকিট যাচাই করা হয়। যাত্রীদের মধ্যে যাদের টিকিট ছিল না, তাদের কাছ থেকে ভাড়া হিসেবে আদায় করা হয়েছে ২ লাখ ৯৪ হাজার ৪৩০ টাকা, আর জরিমানা হিসাবে নেওয়া হয়েছে ১ লাখ ৩০ হাজার ৪৮০ টাকা।

রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অভিযান মূলত যাত্রীদের মধ্যে নিয়মিত টিকিট ব্যবহারের সচেতনতা বৃদ্ধি এবং রেলওয়ের নিরাপত্তা ও আয় বৃদ্ধি নিশ্চিত করার জন্য পরিচালিত হয়েছে। তারা আরও জানান, ভবিষ্যতে এই ধরনের অভিযান আরও কড়া করা হবে এবং জরিমানা কার্যক্রম বাড়ানো হবে।