১০:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

শান্তিপূর্ণ পরিবেশে খাগড়াছড়িতে গীতা ও নৈতিক শিক্ষার বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:০২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • / ৩৮

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি ॥
সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে গীতা ও নৈতিক শিক্ষার বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি জেলা শহরের শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাটিরাঙ্গা উপজেলা, মানিকছড়ি ও দীঘিনালা—এই চারটি কেন্দ্রে মোট ৫০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

জানা গেছে, সারাদেশে একযোগে প্রায় ৮ হাজার কেন্দ্রে অর্ধলক্ষাধিক শিক্ষার্থী গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষায় অংশ নিচ্ছে। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার চারটি কেন্দ্রে এ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

পরীক্ষা চলাকালে সার্বক্ষণিক তদারকি ও দায়িত্ব পালন করেন বাংলাদেশ গীতা শিক্ষা (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুমন দেবনাথ মিন্টু। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটি খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি অশোক কুমার মজুমদার, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির জেলা শাখার সভাপতি প্রভাত তালুকদার, সহ-সভাপতি সাধন চন্দ্র পাল, সাধারণ সম্পাদক সুমন আচার্যী, বাগীশিক জেলা শাখার সাংগঠনিক সম্পাদক উৎপল কুমার দেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা গীতা প্রশিক্ষক প্রণতি চৌধুরী, বাগীশিক সদর উপজেলার সহ-সভাপতি মানিক মল্লিক, সাংগঠনিক সম্পাদক তুষার কান্তি ধর, শিক্ষা বিষয়ক সম্পাদক সিমন আচার্য্য, দপ্তর সম্পাদক রঞ্জন দাশ গুপ্তসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, গীতা ও নৈতিক শিক্ষা শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে আয়োজন করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

শান্তিপূর্ণ পরিবেশে খাগড়াছড়িতে গীতা ও নৈতিক শিক্ষার বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট: ০৭:০২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি ॥
সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে গীতা ও নৈতিক শিক্ষার বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি জেলা শহরের শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাটিরাঙ্গা উপজেলা, মানিকছড়ি ও দীঘিনালা—এই চারটি কেন্দ্রে মোট ৫০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

জানা গেছে, সারাদেশে একযোগে প্রায় ৮ হাজার কেন্দ্রে অর্ধলক্ষাধিক শিক্ষার্থী গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষায় অংশ নিচ্ছে। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার চারটি কেন্দ্রে এ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

পরীক্ষা চলাকালে সার্বক্ষণিক তদারকি ও দায়িত্ব পালন করেন বাংলাদেশ গীতা শিক্ষা (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুমন দেবনাথ মিন্টু। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটি খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি অশোক কুমার মজুমদার, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির জেলা শাখার সভাপতি প্রভাত তালুকদার, সহ-সভাপতি সাধন চন্দ্র পাল, সাধারণ সম্পাদক সুমন আচার্যী, বাগীশিক জেলা শাখার সাংগঠনিক সম্পাদক উৎপল কুমার দেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা গীতা প্রশিক্ষক প্রণতি চৌধুরী, বাগীশিক সদর উপজেলার সহ-সভাপতি মানিক মল্লিক, সাংগঠনিক সম্পাদক তুষার কান্তি ধর, শিক্ষা বিষয়ক সম্পাদক সিমন আচার্য্য, দপ্তর সম্পাদক রঞ্জন দাশ গুপ্তসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, গীতা ও নৈতিক শিক্ষা শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে আয়োজন করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।