১০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

বছরের প্রথম দিন পর্যন্ত দেশের স্কুলে কত বই পৌঁছাল, কত বাকি

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৫৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • / ৪৫

নিজস্ব প্রতিবেদকঃ বছরের শুরুতে স্কুলের শিক্ষার্থীদের জন্য বই পাওয়া নিশ্চিত করতে সারা দেশের স্কুলগুলোতে ২৪ কোটি বই পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সংস্থা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

আজ বৃহস্পতিবার নতুন বছর ২০২৬-এর প্রথম দিন ১ জানুয়ারি দেশের সব স্কুলের শিক্ষার্থীরা বই হাতে পেয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

আজ অধ্যাপক ড. রিয়াদ চৌধুরী বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে এ তথ্য জানান। তিনি রাজধানীর মতিঝিলে অবস্থিত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সদস্য (পাঠ্যপুস্তক) হিসেবে দায়িত্ব পালন করছেন।

ড. রিয়াদ চৌধুরী বলেন, ‘আমাদের ২০২৬ শিক্ষাবর্ষের প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত টোটাল বইয়ের সংখ্যা হলো ৩০ কোটি ২ লাখ ৫৫ হাজার ১৫৪টি, আর আজকে ১ তারিখ পর্যন্ত বই সরবরাহ করা হয়েছে ২৪ কোটি ৬৯ লাখ ৯২ হাজার ১০টি। অর্থাৎ ডেলিভারি হয়েছে ৮২ দশমিক ২৬ শতাংশ। এটা হলো ওভারঅল পিকচার।’

তবে প্রাথমিক স্তরে শতভাগ বই স্কুলগুলোতে সরবরাহ করা হয়েছে বলে জানান ড. রিয়াদ চৌধুরী। বলেন, ‘প্রাথমিক স্তরে আমাদের সাধারণ শিক্ষাধারার বইয়ের সংখ্যা ছিল ৮ কোটি ৫৯ লাখ ২৪ হাজার ৮৫৪টি। এটা আমরা ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যেই ডেলিভারি করে ফেলেছি ১০০ শতাংশ।’

এনসিটিবির সিনিয়র এই সদস্য আরও বলেন, প্রাথমিক স্তরে মাদ্রাসার শিক্ষাধারার বইয়ের সংখ্যা ছিল ৩ কোটি ১১ লাখ ১৯ হাজার ৩৪৭টি। এর মধ্যে ডেলিভারি হয়েছে ২ কোটি ৯৫ লাখ ৮ হাজার ৬৮২, অর্থাৎ ৯৫ দশমিক ০৮ শতাংশ।

ড. রিয়াদ চৌধুরী আরও বলেন, ‘ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আলাদা করে বলছি এ জন্য যে সেটা আলাদা করে গুরুত্বের দাবি রাখে। আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা, তাদের বই সংখ্যা হলো ১ লাখ ৮৫ হাজার ৭১৫টি এবং এটাও ১০০ শতাংশ ডেলিভারি হয়ে গেছে ১৫ ডিসেম্বরের মধ্যে।’

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সিনিয়র এ সদস্য জানান, ‘সেকেন্ডারিতে আমাদের মাধ্যমিক স্তরে যে তিনটা শিক্ষাধারা আছে— সাধারণ, মাদ্রাসা ও কারিগরি, এই তিনটি মিলে টোটাল বইয়ের সংখ্যা হলো ১৮ কোটি ৩২ লাখ ৪০ হাজার ৯২৭টি।

তিনি বলেন, ‘এর মধ্যে আমাদের আজকে পর্যন্ত, মানে আজ সকাল ৮টার ডেটা বলছি, ডেলিভারি হয়েছে ১৩ কোটি ১৪ লাখ ৭৫ হাজার ৮৫৪টি, অর্থাৎ ৭১ দশমিক ৭৬ শতাংশ।’

কোন ক্লাসের কতটি বই এখন পর্যন্ত সরবরাহ করা হয়েছে সেই পরিসংখ্যানও দেন ড. রিয়াদ চৌধুরী। তিনি বলেন, ক্লাস সিক্সে বইয়ের বরাদ্দ ছিল ৪ কোটি ৪৩ লক্ষ ১৭ হাজার ৫০৯টি। এর মধ্যে ডেলিভারি হয়েছে ৩ কোটি ৫৯ লাখ ৭৮ হাজার ৯১০টি। পারসেন্টেজে দাঁড়ায় ৮১ দশমিক ১৮ শতাংশ।’

ক্লাস সেভেনে বইয়ের বরাদ্দ সংখ্যা ছিল ৪ কোটি ১৫ লক্ষ ৮৪ হাজার ৬৯২টি। এর মধ্যে আজ সকাল আটটা পর্যন্ত ডেলিভারি হয়েছে ২ কোটি ৬১ লক্ষ ৩৮ হাজার ৭৮৫, অর্থাৎ ৬২ দশমিক ৮৬ শতাংশ।

ক্লাস এইটে বরাদ্দ হলো ৮ কোটি ২ লাখ ৩৪ হাজার ৬৯৮টি বই। ডেলিভারি হয়েছে ২ কোটি ৬ লাখ ৮৮ হাজার ৩৯৫, অর্থাৎ ৫১.৪২ শতাংশ। আর নবম শ্রেণির বইয়ের বরাদ্দ সংখ্যা হচ্ছে ৫ কোটি ৭০ লাখ ৬৮ হাজার ২৮টি। এর মধ্যে ডেলিভারি হয়েছে ৪ কোটি ৮৬ লক্ষ ৬৯ হাজার ৭৬৪, অর্থাৎ ৮৫.২৮ শতাংশ।

ড. রিয়াদ চৌধুরী বলেন, মোট ৩০ কোটি ২ লাখ ৫৫ হাজার ১৫৪টি বইয়ের মধ্যে ব্রেইলের পাঠ্যবইয়ের সংখ্যা হলো ৬ হাজার ২৬টি। ব্রেইল পাঠ্যবই এরই মধ্যে সরাবরাহ হয়ে গেছে ৪ হাজার ৫২০টি অর্থাৎ ৭৬ দশমিক ৪০ শতাংশ। আগামী ১৫ জানুয়ারির মধ্যে শত ভাগ বই সরবরাহ হয়ে যাবে বলে আশা করছেন তিনি।

Please Share This Post in Your Social Media

বছরের প্রথম দিন পর্যন্ত দেশের স্কুলে কত বই পৌঁছাল, কত বাকি

আপডেট: ০৭:৫৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ বছরের শুরুতে স্কুলের শিক্ষার্থীদের জন্য বই পাওয়া নিশ্চিত করতে সারা দেশের স্কুলগুলোতে ২৪ কোটি বই পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সংস্থা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

আজ বৃহস্পতিবার নতুন বছর ২০২৬-এর প্রথম দিন ১ জানুয়ারি দেশের সব স্কুলের শিক্ষার্থীরা বই হাতে পেয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

আজ অধ্যাপক ড. রিয়াদ চৌধুরী বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে এ তথ্য জানান। তিনি রাজধানীর মতিঝিলে অবস্থিত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সদস্য (পাঠ্যপুস্তক) হিসেবে দায়িত্ব পালন করছেন।

ড. রিয়াদ চৌধুরী বলেন, ‘আমাদের ২০২৬ শিক্ষাবর্ষের প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত টোটাল বইয়ের সংখ্যা হলো ৩০ কোটি ২ লাখ ৫৫ হাজার ১৫৪টি, আর আজকে ১ তারিখ পর্যন্ত বই সরবরাহ করা হয়েছে ২৪ কোটি ৬৯ লাখ ৯২ হাজার ১০টি। অর্থাৎ ডেলিভারি হয়েছে ৮২ দশমিক ২৬ শতাংশ। এটা হলো ওভারঅল পিকচার।’

তবে প্রাথমিক স্তরে শতভাগ বই স্কুলগুলোতে সরবরাহ করা হয়েছে বলে জানান ড. রিয়াদ চৌধুরী। বলেন, ‘প্রাথমিক স্তরে আমাদের সাধারণ শিক্ষাধারার বইয়ের সংখ্যা ছিল ৮ কোটি ৫৯ লাখ ২৪ হাজার ৮৫৪টি। এটা আমরা ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যেই ডেলিভারি করে ফেলেছি ১০০ শতাংশ।’

এনসিটিবির সিনিয়র এই সদস্য আরও বলেন, প্রাথমিক স্তরে মাদ্রাসার শিক্ষাধারার বইয়ের সংখ্যা ছিল ৩ কোটি ১১ লাখ ১৯ হাজার ৩৪৭টি। এর মধ্যে ডেলিভারি হয়েছে ২ কোটি ৯৫ লাখ ৮ হাজার ৬৮২, অর্থাৎ ৯৫ দশমিক ০৮ শতাংশ।

ড. রিয়াদ চৌধুরী আরও বলেন, ‘ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আলাদা করে বলছি এ জন্য যে সেটা আলাদা করে গুরুত্বের দাবি রাখে। আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা, তাদের বই সংখ্যা হলো ১ লাখ ৮৫ হাজার ৭১৫টি এবং এটাও ১০০ শতাংশ ডেলিভারি হয়ে গেছে ১৫ ডিসেম্বরের মধ্যে।’

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সিনিয়র এ সদস্য জানান, ‘সেকেন্ডারিতে আমাদের মাধ্যমিক স্তরে যে তিনটা শিক্ষাধারা আছে— সাধারণ, মাদ্রাসা ও কারিগরি, এই তিনটি মিলে টোটাল বইয়ের সংখ্যা হলো ১৮ কোটি ৩২ লাখ ৪০ হাজার ৯২৭টি।

তিনি বলেন, ‘এর মধ্যে আমাদের আজকে পর্যন্ত, মানে আজ সকাল ৮টার ডেটা বলছি, ডেলিভারি হয়েছে ১৩ কোটি ১৪ লাখ ৭৫ হাজার ৮৫৪টি, অর্থাৎ ৭১ দশমিক ৭৬ শতাংশ।’

কোন ক্লাসের কতটি বই এখন পর্যন্ত সরবরাহ করা হয়েছে সেই পরিসংখ্যানও দেন ড. রিয়াদ চৌধুরী। তিনি বলেন, ক্লাস সিক্সে বইয়ের বরাদ্দ ছিল ৪ কোটি ৪৩ লক্ষ ১৭ হাজার ৫০৯টি। এর মধ্যে ডেলিভারি হয়েছে ৩ কোটি ৫৯ লাখ ৭৮ হাজার ৯১০টি। পারসেন্টেজে দাঁড়ায় ৮১ দশমিক ১৮ শতাংশ।’

ক্লাস সেভেনে বইয়ের বরাদ্দ সংখ্যা ছিল ৪ কোটি ১৫ লক্ষ ৮৪ হাজার ৬৯২টি। এর মধ্যে আজ সকাল আটটা পর্যন্ত ডেলিভারি হয়েছে ২ কোটি ৬১ লক্ষ ৩৮ হাজার ৭৮৫, অর্থাৎ ৬২ দশমিক ৮৬ শতাংশ।

ক্লাস এইটে বরাদ্দ হলো ৮ কোটি ২ লাখ ৩৪ হাজার ৬৯৮টি বই। ডেলিভারি হয়েছে ২ কোটি ৬ লাখ ৮৮ হাজার ৩৯৫, অর্থাৎ ৫১.৪২ শতাংশ। আর নবম শ্রেণির বইয়ের বরাদ্দ সংখ্যা হচ্ছে ৫ কোটি ৭০ লাখ ৬৮ হাজার ২৮টি। এর মধ্যে ডেলিভারি হয়েছে ৪ কোটি ৮৬ লক্ষ ৬৯ হাজার ৭৬৪, অর্থাৎ ৮৫.২৮ শতাংশ।

ড. রিয়াদ চৌধুরী বলেন, মোট ৩০ কোটি ২ লাখ ৫৫ হাজার ১৫৪টি বইয়ের মধ্যে ব্রেইলের পাঠ্যবইয়ের সংখ্যা হলো ৬ হাজার ২৬টি। ব্রেইল পাঠ্যবই এরই মধ্যে সরাবরাহ হয়ে গেছে ৪ হাজার ৫২০টি অর্থাৎ ৭৬ দশমিক ৪০ শতাংশ। আগামী ১৫ জানুয়ারির মধ্যে শত ভাগ বই সরবরাহ হয়ে যাবে বলে আশা করছেন তিনি।