বিজিবির ইতিহাসে রেকর্ড ৩ হাজার নবীন সদস্যের শপথ
- আপডেট: ০৮:৪২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / ১০

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিজিবির ইতিহাসে রেকর্ড সংখ্যক তিন হাজার নবীন সদস্য দেশমাতৃকার সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার শপথ গ্রহণ করেন।
বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) সকালে সাতকানিয়ায় অবস্থিত বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ (বিজিটিসিএন্ডসি)-এর বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে এই বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথগ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং বিজিটিসিএন্ডসির কমান্ড্যান্টসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সকালে প্রধান অতিথিকে সশস্ত্র সালামের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয়। কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ শেষে উপদেষ্টা নবীন সৈনিকদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি দেশের সীমান্ত নিরাপত্তা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।
পরে নবীন সৈনিকদের সশস্ত্র সালামের মধ্য দিয়ে কুচকাওয়াজের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠান শেষে বিজিবির প্রশিক্ষিত সদস্যদের অংশগ্রহণে আকর্ষণীয় ট্রিক ড্রিল ও সুসজ্জিত বাদকদলের মনোজ্ঞ ব্যান্ড ডিসপ্লে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




















