১০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

নির্বাচনের চাবি আপনার হাতে”খাগড়াছড়িতে দুইদিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ শুরু

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:২৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • /

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি ॥
“দেশের চাবি আপনার হাতে”-এই মূলনীতিকে সামনে রেখে খাগড়াছড়িতে জেলার সাংবাদিকদের জন্য দুইদিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি জেলা পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। পিআইবি’র পরিচালক (প্রশাসন) কাজী মো. তৌহিদুল আনোয়ারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুইদিনব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি শেফালিকা ত্রিপুরা বলেন,
“নির্বাচন একটি রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এ সময়ে সাংবাদিকদের ভূমিকা আরও দায়িত্বশীল ও সংবেদনশীল হয়। সত্য, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরাই জনগণের আস্থার সেতুবন্ধন তৈরি করেন।”

তিনি আরও বলেন, নির্বাচনকালীন সময় গুজব, ভুল তথ্য ও বিভ্রান্তি রোধে প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। এ ধরনের প্রশিক্ষণ গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।
দুইদিনব্যাপী এ প্রশিক্ষণে খাগড়াছড়ি জেলা ও বিভিন্ন উপজেলার মোট ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে নির্বাচনকালীন সাংবাদিকতার নৈতিকতা, আইন, দায়িত্ব, চ্যালেঞ্জ ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল এবং পিআইবি’র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। এ সময় তাঁরা নির্বাচনকালীন সময়ে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন এবং অংশগ্রহণকারী সাংবাদিকদের দিকনির্দেশনা প্রদান করেন।

প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত মান আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

নির্বাচনের চাবি আপনার হাতে”খাগড়াছড়িতে দুইদিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ শুরু

আপডেট: ০৪:২৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি ॥
“দেশের চাবি আপনার হাতে”-এই মূলনীতিকে সামনে রেখে খাগড়াছড়িতে জেলার সাংবাদিকদের জন্য দুইদিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি জেলা পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। পিআইবি’র পরিচালক (প্রশাসন) কাজী মো. তৌহিদুল আনোয়ারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুইদিনব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি শেফালিকা ত্রিপুরা বলেন,
“নির্বাচন একটি রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এ সময়ে সাংবাদিকদের ভূমিকা আরও দায়িত্বশীল ও সংবেদনশীল হয়। সত্য, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরাই জনগণের আস্থার সেতুবন্ধন তৈরি করেন।”

তিনি আরও বলেন, নির্বাচনকালীন সময় গুজব, ভুল তথ্য ও বিভ্রান্তি রোধে প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। এ ধরনের প্রশিক্ষণ গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।
দুইদিনব্যাপী এ প্রশিক্ষণে খাগড়াছড়ি জেলা ও বিভিন্ন উপজেলার মোট ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে নির্বাচনকালীন সাংবাদিকতার নৈতিকতা, আইন, দায়িত্ব, চ্যালেঞ্জ ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল এবং পিআইবি’র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। এ সময় তাঁরা নির্বাচনকালীন সময়ে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন এবং অংশগ্রহণকারী সাংবাদিকদের দিকনির্দেশনা প্রদান করেন।

প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত মান আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।