নিখোঁজের গল্প, সন্দেহ ও রোমান্টিকতা নিয়ে ৮ই জানুয়ারী ওয়েব স্কীনে মুক্তি পাচ্ছে নাটক “পানকৌড়ি মেয়ে”
- আপডেট: ০৯:৪২:১৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
- / ৪২

বিনোদন ডেস্ক : এক জোছনা রাতে প্রেমিক চন্দনের সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ হয়ে যায় শকুন্তলা নামের এক তরুণী। এরপর থেকেই শুরু হয় রহস্য। গ্রামজুড়ে চলে পুলিশি জিজ্ঞাসাবাদ কিন্তু শকুন্তলার কোনো সন্ধান মেলে না। যেন হাওয়ায় মিলিয়ে যায় সে।
এই রহস্যময় গল্প নিয়েই নির্মিত হয়েছে রোমান্টিক থ্রিলার ধারার নাটক “পানকৌড়ি মেয়ে”। গল্পের প্রেক্ষাপট চিত্রাপাড়া গ্রাম। দীর্ঘদিনের প্রেমিক চন্দনের পাশাপাশি শকুন্তলাকে ভালোবাসত জেলে পাড়ার যুবক সুকুমার। শকুন্তলার নিখোঁজে পুরো গ্রাম শোকাহত হলেও কেউ কোনো তথ্য উদঘাটন করতে পারে না। কেবল সুকুমারের মনে পড়ে, সেই রাতে সে ধারালো হাঁসিয়া হাতে একজনকে যেতে দেখেছিল, যাকে সে চেনে। কিন্তু সে কে? এই প্রশ্নই গল্পের মূল রহস্য।
এ নাটকে অভিনয় করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় কিছু অভিনয়শিল্পীরা পরশ মনি, আশিকুর রহমান, মুকুল সিরাজ, মামুন চৌধুরী রিপন, শুভ সরকার, সানজিদা কানিজ, মাহিয়া ইরা, রাকিবিল বারী, মোঃ মহিউদ্দিনসহ অনেকে।
চিত্রগ্রহণ করেছেন সুমন ইমরান। সম্পাদনা ও রংবিন্যাসে রয়েছেন সাদেকুল ইসলাম দিনার। আবহ সঙ্গীত পরিচালনা করেছেন মোহাম্মাদ আপেল মাহমুদ এমিল। লাইন প্রোডিউসার হিসেবে কাজ করেছেন তিমা সিদ্দিকা।
গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন যারযিস আহমেদ। সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন মইনুল ইসলাম।
৪৫ মিনিট দৈর্ঘ্যের এই ৪কে ফরম্যাটের নাটকটি রিলিজ পাবে জনপ্রিয় Web Screen ইউটিউব চ্যানেলে। মুক্তি নির্ধারিত হয়েছে আগামী ৮ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার।
রহস্য, প্রেম ও থ্রিলের মিশেলে “পানকৌড়ি মেয়ে “ গ্রামের নীরবতায় লুকিয়ে থাকা রহস্য নিয়ে ওয়েব স্কীনে মুক্তি পাচ্ছে নাটক “পানকৌড়ি মেয়ে”দর্শকদের জন্য এক ভিন্নধর্মী অভিজ্ঞতা হয়ে উঠবে বলে আশা করছেন।


























