ডিবির অভিযানে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের মূলহোতাসহ গ্রেফতার-৫
- আপডেট: ০৭:৪২:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
- / ৩৮

নিজস্ব প্রতিবেদক: সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের মূলহোতাসহ পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোর। এ সময় চোরাই একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
ডিবি সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর ২০২৫ বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে যশোর সদর উপজেলার চাঁচড়া চেকপোস্ট সংলগ্ন হাজী ইয়াকুব আলী মার্কেটের পার্কিং প্লেস থেকে মো. চঞ্চল হোসেনের ব্যবহৃত একটি ইয়ামাহা এফজেড ভার্সন-থ্রি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হলে তদন্তে নামে ডিবি যশোর।
ডিবির এসআই শেখ আবু হাসান ও এএসআই মো. লাভলু হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে কুদরত মোল্লা (৩২) নামে এক সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে মোটরসাইকেল চুরির মূলহোতা ওহিদুল শেখ (৩৫) এবং তার সহযোগী লিটন শেখ ওরফে মনিরুজ্জামান শেখ (৪৫) কে খুলনা জেলার রূপসা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে একটি চোরাই সুজুকি জিক্সার মোটরসাইকেল উদ্ধার এবং তিনটি মাষ্টার চাবি জব্দ করা হয়েছে।
আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, যশোর থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি তারা লিটনের কাছে বিক্রি করে। পরে তাদের সহযোগিতায় চলতি বছরের ২ জানুয়ারি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার মধুমতি টোল প্লাজা সংলগ্ন এলাকা থেকে মো. লিটন মিয়া (২৮) ও মো. প্রান্ত মিয়া (২৪) নামে আরও দুইজনকে গ্রেফতার করা হয়।
ডিবি জানায়, গ্রেফতারকৃত পাঁচজনই পেশাদার মোটরসাইকেল চোর ও চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় চক্রের সক্রিয় সদস্য। উদ্ধারকৃত মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ল ৫০-১০৮৬।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যথাযথ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।




















