১০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

শার্শায় পুলিশের অভিযানে ১৬ ভারতীয় মোবাইল ও প্রায় ৫ লাখ টাকাসহ দুই সহোদর আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / ১০

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেইজ-২’-এ ১৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন ও ৪ লাখ ৯৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে শার্শা থানার বাগআঁচড়া গ্রামের আমতলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। নাভারণ থেকে বাগআঁচড়াগামী পাকা সড়কে মেসার্স সরদার ট্রেডার্স নামের একটি কীটনাশক দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।

শার্শা থানার এসআই গোরাচাঁদ দাশ ও এএসআই মো. ফরহাদ হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্র এলাকার চোরাচালানবিরোধী অভিযানে অংশ নেয়। অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—আব্দুল হামিদ (৪৮) ও মো. সিরাজুল ইসলাম (৩৯)। তারা দুজনই সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের বাসিন্দা। তাদের পিতা মৃত মুনছুর আলী ও মাতা ছকিনা বিবি।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে জব্দ তালিকা মূলে ১৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন ও বাংলাদেশি ৪ লাখ ৯৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় শার্শা থানায় মামলা নং-১০ (তারিখ: ১৩/০১/২০২৬) রুজু করা হয়েছে। মামলাটি বিশেষ ক্ষমতা আইনের ধারায় দায়ের করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত দুই আসামিকে বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

শার্শায় পুলিশের অভিযানে ১৬ ভারতীয় মোবাইল ও প্রায় ৫ লাখ টাকাসহ দুই সহোদর আটক

আপডেট: ০৪:০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেইজ-২’-এ ১৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন ও ৪ লাখ ৯৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে শার্শা থানার বাগআঁচড়া গ্রামের আমতলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। নাভারণ থেকে বাগআঁচড়াগামী পাকা সড়কে মেসার্স সরদার ট্রেডার্স নামের একটি কীটনাশক দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।

শার্শা থানার এসআই গোরাচাঁদ দাশ ও এএসআই মো. ফরহাদ হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্র এলাকার চোরাচালানবিরোধী অভিযানে অংশ নেয়। অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—আব্দুল হামিদ (৪৮) ও মো. সিরাজুল ইসলাম (৩৯)। তারা দুজনই সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের বাসিন্দা। তাদের পিতা মৃত মুনছুর আলী ও মাতা ছকিনা বিবি।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে জব্দ তালিকা মূলে ১৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন ও বাংলাদেশি ৪ লাখ ৯৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় শার্শা থানায় মামলা নং-১০ (তারিখ: ১৩/০১/২০২৬) রুজু করা হয়েছে। মামলাটি বিশেষ ক্ষমতা আইনের ধারায় দায়ের করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত দুই আসামিকে বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।