শার্শায় পুলিশের অভিযানে ১৬ ভারতীয় মোবাইল ও প্রায় ৫ লাখ টাকাসহ দুই সহোদর আটক
- আপডেট: ০৪:০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / ১০

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেইজ-২’-এ ১৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন ও ৪ লাখ ৯৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে শার্শা থানার বাগআঁচড়া গ্রামের আমতলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। নাভারণ থেকে বাগআঁচড়াগামী পাকা সড়কে মেসার্স সরদার ট্রেডার্স নামের একটি কীটনাশক দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।
শার্শা থানার এসআই গোরাচাঁদ দাশ ও এএসআই মো. ফরহাদ হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্র এলাকার চোরাচালানবিরোধী অভিযানে অংশ নেয়। অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—আব্দুল হামিদ (৪৮) ও মো. সিরাজুল ইসলাম (৩৯)। তারা দুজনই সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের বাসিন্দা। তাদের পিতা মৃত মুনছুর আলী ও মাতা ছকিনা বিবি।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে জব্দ তালিকা মূলে ১৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন ও বাংলাদেশি ৪ লাখ ৯৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় শার্শা থানায় মামলা নং-১০ (তারিখ: ১৩/০১/২০২৬) রুজু করা হয়েছে। মামলাটি বিশেষ ক্ষমতা আইনের ধারায় দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত দুই আসামিকে বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।




















