ইসির স্পষ্ট নির্দেশনা : প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচারণা নয়, করলেই আচরণ বিধি লঙ্ঘন
- আপডেট: ১০:০১:২৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
- / ২৯

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের আগে কোনো রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন না বলে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আর নির্ধারিত সময়ের আগে আচরণবিধি লঙ্ঘন করে কোনো ধরনের প্রচারণা চালালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে কোনো রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনী প্রচারণা করতে পারবেন না।
এতে আরও বলা হয়েছে, আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর নির্বাচনী আচরণ বিধিমালা মেনে প্রচারণার জন্য নির্বাচন কমিশন প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে নির্বাচনী প্রচারণা শেষ করতে হবে।



























