শিরোনাম:
খাগড়াছড়িতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত
নিউজ ডেস্ক
- আপডেট: ০৫:২০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / ৫৩

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।।খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
সভায় জেলার সামগ্রিক উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্প বাস্তবায়ন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সরকারি দপ্তরসমূহের কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় জেলা পরিষদের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা সমন্বিত উদ্যোগের মাধ্যমে জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার প্রত্যয় ব্যক্ত করেন।