স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের কায়েমকোলা গ্রামের স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা ঊষার আলোর উদ্যোগে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে ডহর মাগুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা ও গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়।

ডহরমাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে গাছের চারা এবং সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় মাস্টার আশরাফুজ্জামান বাবু ও সায়েদ আলীর হাতে ক্রেস্ট তুলে দেন ঝিকরগাছা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি নাভিদ সারওয়ার।

সংগঠন এর সভাপতি বি এম সাগর হোসাইন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাস্টার মো: আশিকুর রহমান তুহিন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবা’ ও ঝিকরগাছা রিপোটার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, বিশিষ্ট সমাজ সেবক, পানিসারা ইউনিয়নের কুলিয়া গ্রামের কৃতি সন্তান, সাদামনের মানুষ সায়েদ আলী, ডহর মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা আক্তার বিথী।

প্রধান অতিথি নাভিদ সারওয়ার তার বক্তব্যে বলেন, শিশুদের পড়াশোনা শেখার মাধ্যমে দেশের যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠতে হবে। বৃক্ষ বিতরণের মত মহতী উদ্যোগ গ্রহণ করায় তিনি ঊষার আলো সংগঠনের সবাইকে ধন্যবাদ জানান। এসময় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মো: আবু সামা বিশ্বাস, স্কুলের দাতা সদস্য জয়নাল আবেদীন, ঊষার আলো সংগঠনের সহ সভপতি মোস্তাফিজুর রহমান শান্তি, যুগ্ন সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আল-আমিন, দপ্তর সম্পাদক ইমরান হোসেন, সহ দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম জয়নাল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু হেনা মো: নাছিমুল জামিল, সদস্য মো: নাজমুল হুসাইন রনি, হাফেজ মাওলানা মো: শহিদুল ইসলাম, মো: আতিকুর রহমান, হাফেজ কারী রহমত আলী, মো: রাকিব হাসান, মো: বিপুল হোসেন, মো: মেহিদী হাসান বিশিষ্ট সমাজ সেবক মো: মাহাবুর রহমান, শিলন খান সহ আরও অনেকে।