খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ নভেম্বর ৬, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 639 বার
আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা উপজেলা আনসার এর থানা কোম্পানি কমান্ডার মোঃ রমজান আলীর বিরুদ্ধে ভোট, পূজার ডিউটি করিয়ে দেবার নামে অর্থ আত্মসাৎ এর অভিযোগ উঠেছে। তিনি ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের কায়েমকোলা গ্রামের মৃত মনসুর আলীর ছেলে।
ঝিকরগাছা পৌরসভার কৃষ্ণনগর গ্রামের মোঃ রবিউল শেখ এর স্ত্রী ফরিদা খাতুন জানান, রমজান আলী উপজেলা নির্বাচনের ভোটের ডিউটি দেওয়ার কথা বলে আমার হাত দিয়ে ৪ মাস পূর্বে ১২৭ জনের কাছথেকে ১ লক্ষ ৩৫ হাজার ৫০০ টাকা নিয়েছে। কিন্তু ভোটের ডিউটি না দেওয়ায় এখন ঐসব মহিলারা আমার কাছে টাকা ফেরত চাইছে। আমি রমজান কে টাকা ফেরত দিতে বললে সে আজ নয় কাল এভাবে ঘোরাচ্ছে। এখন তার বাড়িতে গিয়েও পায়নি, ফোনও বন্ধ করে রেখেছে। যারা টাকা দিয়েছিলো তারা টাকার জন্য আমাকে চাপ দিচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে মহিলারা রমজানকে বাড়িতে না পেয়ে তার ভাড়া বাসায় তালা ঝুলিয়ে দিয়েছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে ঝিকরগাছা আনসার ও ডিডিপি কর্মকর্তা মোঃ সামারুল ইসলাম বলেন, রমজান আলীর বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়ার পর জেলা কমান্ডেন্ট এর নির্দেশ মোতাবেক গত এপ্রিল মাস থেকে তার বেতন ভাতা বন্ধ করে রাখা হয়েছে। তাকে অফিসিয়াল ভাবে তিনবার শোকজ করা হয়েছে কিন্তু তিনি কোনো উত্তর দেননি।
যশোর জেলা আনসার ও ভিডিপি কমান্ডেন্ট আল আমিন বলেন, রমজান আলীর বিরুদ্ধে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাকে প্রধান করে বিভাগীয় তদন্ত কার্যক্রম চলমান আছে। তদন্তে দোষী প্রমাণিত হলে তাকে চাকুরী থেকে অব্যাহতি দেওয়া হবে।
ঘটনার বিষয়ে জানতে রমজান আলীকে কয়েকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি এবং মেসেজ দিলেও তার কোনো উত্তর দেননি। উল্লেখ্য এর আগেও রমজান আলীর বিরুদ্ধে টাকা নিয়ে ডিউটি দেওয়ার অভিযোগে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় রিপোর্ট হলেও তিনি ধরাছোঁয়ার বাইরে থেকে গেছেন। ভুক্তভোগী মানুষ রমজান আলীর চাকুরিচ্যুতি সহ শাস্তি দাবি করেছেন।