খুলনা বিভাগ, জেলার খবর, মাগুরা | তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 3718 বার
স্টাফ রিপোর্টার : মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুরে বিএনপি জনৈক নেতার সহযোগিতায় আলীগ নেতাকর্মীদের হামলায় বিএনপির ২০/২৫ জন আহত হয়োছে। আহতদের মধ্যে ৯ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাংচুর করা হয়েছে ব্যাপক সংখ্যক বাড়িঘর।
বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ সোহান এর হত্যা মামলার আসামী নিয়ে এ হামলা হয় বলে জানাগেছে।
বৃহস্পতিবার সকালে স্থানীয় বিএনপি নেতা নালিমের সহযোগীতায় স্থানীয় আওয়ামী লীগ নেতা সাব্বির, আলাম মোল্লা ও রফিকের নেতৃত্বে বিএনপির লোকজনের উপর আতর্কিত হামলা হয়। এসময় বিএনপির নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হয়। হামলায় আহতদের মধ্যে বিএনপির মীর হাফিজার মেম্বর, ইকবাল মীর ইবাদত মোল্লা, মীর রেজা, আলী বিশ্বাস, শাহীন, সিরাজ মোল্লা ও চঞ্চল নামে ৯ জনকে মাগুরা সদর হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে।
মাগুরা জেলা ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি আব্দুর রহিম হাসপাতলে আহতদের দেখতে যান এবং এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রফতার করে আইনের আওতায় আনার দাবি জানান এবং আওয়ামী লীগের আশ্রয় প্রশ্রয় দেয়া বিএনপি নেতাদের বিরুদ্ধে দলীয় পদক্ষেপ গ্রহন করার আহবান জানান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত গৌতম ঠাকুর ঘটনাস্থল থেকে জানান, এ ঘটনায় এখনও মামলা হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।