খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ জুলাই ২৬, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 7596 বার
আশরাফুজ্জামান বাবু, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কপোতাক্ষ নদে অভিযান চালিয়ে নিষিদ্ধ ৩ শ’ মিটার চায়না দুয়ারী জাল জব্দ করে তা পুড়িয়ে ভস্মীভূত করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজের নেতৃত্বে নির্বাসখোলা ইউনিয়নের নোয়ালী গ্রামে কপোতাক্ষ নদে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন প্রজাতির ছোট মাছ ধ্বংস করে এমন জাল জব্দ করা হয়। অবৈধ প্রায় ৩০০ মিটার চায়না দুয়ারী জাল জব্দ করে তা পুড়িয়ে ভস্মীভুত করা হয়। এ সময় শিওরদাহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ দারোগা আব্দুল মালেকের নেতৃত্বে পুলিশ সদস্যরা সহায়তা করেন। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ এই নিষিদ্ধ জাল নদীতে ব্যবহারে বিরত থাকতে নির্দেশনা দেন। তিনি বলেন এই জাল দেশীয় প্রজাতির মাছকে ব্যাপকভাবে ধ্বংস করে।