খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ জুন ১৯, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 4711 বার
যশোর প্রতিনিধি : যশোরের র্যাব ৬ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমানের নেতুত্বে নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ আড়িযাবা এলাকা থেকে নড়াইলের লোহাগাড়া উপজেলায় কৃষক পটু হত্যা মামলার ৩ আসামিকে গ্রেফতার করেছে। আজ ভোরে র্যাব ৬ এর সিপিসি-৩ এর সদস্যরা তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন, মামলার প্রধান আসামী লোহাগড়া থানার তালবাড়িয়া গ্রামের মৃত ছালেহ মোল্লার ছেলে বোরহান উদ্দিন মোল্লা (৫৫), একই গ্রামের মৃত আফজাল মোল্লার ছেলে ইকরাজুল মোল্যা (২৫), মোঃ ছাব্বির মোল্যা(১৯)।
র্যাব জানায়, নড়াইল জেলার লোহাগড়ার দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া এলাকায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে গত ১৩ জুন কৃষক পটুকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এসময় তার ছোট ভাই কচি মোল্লা (৪৭) বাঁচাতে আসলে তাকেও কুপিয়ে গুরুত্বর আহত করে। এ বিষয়ে নিহতের ভাই জসিম উদ্দিন মোল্লা বাদী হয়ে গত ১৪ জুন লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন।