শিক্ষাঙ্গন | তারিখঃ এপ্রিল ১৯, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 3276 বার
ঢাবি প্রতিনিধি : রাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী-কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় ২ ঘণ্টা নীরব থাকার পর অবশেষে বেলা পৌনে ১টার দিকে ঘটনাস্থলে এসেছে বিপুল সংখ্যক পুলিশ সদস্য। তবে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা এখনো মুখোমুখি অবস্থানে রয়েছেন।
রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদ হোসেন বলেন, সকাল থেকে ঘটনাস্থলে পুলিশ ছিলো। তবে দুই পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করায় পুলিশ পাশে সরে যায়। এরপর দুপুর পৌনে ১টার দিকে শতাধিক পুলিশ ঘটনাস্থলে যায়।
এর আগে, এদিন সকাল থেকে নিউমার্কেট এলাকায় দুই দিকে অবস্থান নেন ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। রাতে দুই পক্ষের সংঘর্ষের জেরে পুরো এলাকার থমথমে অবস্থা বিরাজ করছিলো। খোলেনি নিউ মার্কেটের কোনো দোকান। বন্ধ রয়েছে যান চলাচলও।