নিজস্ব প্রতিবেদক: ভুক্তভোগী ছাত্রীর সহপাঠী এবং অভিভাবকদের আয়োজনে মঙ্গলবার (৫ই নভেম্বর) দুপুরে সদর উপজেলার ঘুনী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হযরত আলীর চাকরিচ্যুতির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভুক্তভোগী ছাত্রীর বাবা, সহপাঠী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন, ঘুনি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হযরত আলী দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে ক্লাসে পড়ানোর সময় বিভিন্ন রকম কথার ছলে আকার ইঙ্গিতে উদ্দেশ্যমূলকভাবে অশ্লীল কথাবার্তা বলে থাকেন।

এসময় স্থানীয় জনপ্রতিনিধি জনাব রফিকুল ইসলাম মেম্বার বলেন, অভিযুক্ত শিক্ষকের নামে ইতিপূর্বেও এধরনের অভিযোগ রয়েছে। যেসব ঘটনা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে অবহিত করা হয়েছে।

এবিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সাথে কথা বলেন, সাম্প্রতিক ঘটনাটি অবগত হওয়ার পর ইউএনও বরাবর জানানো হয়েছে তিনি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন। অভিযুক্ত শিক্ষক বর্তমানে ছুটিতে রয়েছেন।

এলাকাবাসী, অভিভাবক এবং শিক্ষার্থীরা বলেন, প্রতিবারই এমন ঘটনা জানাজানি হয়ে গেলে অভিযুক্ত শিক্ষক ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে বিষয়টি ধামাচাপা দিতে বলেন। এবারও তিনি ধামাচাপা দেয়ার চেষ্টা অব্যাহত রেখেছেন। কয়েকজন অভিভাবক বলেন, এধরনের কুরুচিপূর্ণ মানুষ শিক্ষক হিসেবে বহাল থাকতে পারেন না।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক হযরত আলীর যোগাযোগ করা হলে তিনি বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। বিগত ১০ বছরের চাকরি জীবনে শুরু থেকে প্রতিটি বছর তার বিরুদ্ধে কোন না কোন অভিযোগ তুলে কিছু অসাধু লোক আর্থিক ও সম্মানের উপর নগ্নভাবে আঘাত করে আসছে।