সারাবিশ্ব ডেস্ক : পশ্চিমবঙ্গের নগরোন্নয়নমন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের আয়োজিত এক র‍্যালিতে বিজেপির বিরুদ্ধে বাংলাদেশে সাম্প্রতিক ঘটনার বিষয়ে রাজনৈতিক ফায়দা তোলার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, বাংলাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় যদি সংখ্যালঘু হিন্দুদের রক্ষা করতে ব্যর্থ হয়, তবে তা অবশ্যই অন্যায়। তবে বিজেপি যে এই ঘটনাকে সীমান্তে উত্তেজনা সৃষ্টি করার জন্য ব্যবহার করছে, তা সমর্থনযোগ্য নয়।

তিনি আরো বলেন, বিজেপি এই ঘটনাকে বিভাজনমূলক রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে শুধুমাত্র হিন্দুরাই নয়, অনেক মুসলমানও বাংলাদেশে নিহত হয়েছেন।

এছাড়া, কেন্দ্রীয় সরকারের ওয়াকফ বিলের প্রসঙ্গেও মুখ খুলে হাকিম বলেন, এই বিল সংখ্যালঘুদের অধিকারকে খর্ব করছে।