বাদশাহ প্রামানিক : ডিমলায় শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ষ্ঠা ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়ার সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, ডিমলা থানার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আলী (বান্না), উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ রাশেদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হালিম, ডিমলা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মোকলেছুর রহমান ডিমলা থানা অফিসার ইনচার্জ ফজলে এলাহী, ডিমলা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলার আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা পরিষদের সকল দপ্তরের প্রধানগণ, উপজেলা সদরের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীবৃন্দ।