শিরোনাম:
একদিনে তারেক রহমানের ট্রাভেল পাস দেয়া সম্ভব: পররাষ্ট্র উপদেষ্টা
নিউজ ডেস্ক
- আপডেট: ০৮:৪১:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
- / ৩৫

নিজস্ব প্রতিবেদকঃ পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে চাইলে একদিনে ট্রাভেল পাস দেয়া সম্ভব।
রবিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে দেশের পররাষ্ট্রনীতি ও পরিবর্তনশীল বিশ্ব নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে কোনো ধরনের আইনি বা প্রশাসনিক বাধা নেই। তিনি দেশে ফিরতে চাইলে তাকে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে, এমনকি একদিনের ব্যবধানেই ট্রাভেল পাস দেওয়ার ব্যবস্থা করা সম্ভব।
এদিন অনুষ্ঠানে খালেদা জিয়ার প্রসঙ্গও আলোচনায় উঠে আসে। উপদেষ্টা জানান, শারীরিক অসুস্থতার কারণে তিনি যদি বিদেশে চিকিৎসার উদ্দেশ্যে যেতে চান, তবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তাকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।


























