খুলনা বিভাগ, জেলার খবর, যশোর, রাজনীতি | তারিখঃ অক্টোবর ২৬, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 3616 বার
সাঈদ ইবনে হানিফ : যশোরের বাঘারপাড়ায় জামায়াতে ইসলামীর যুব বিভাগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৫ অক্টোবর সন্ধ্যায় উপজেলার ওয়াদীপুর আলিম মাদ্রাসার হলরুমে জামায়াতে ইসলামীর বাসুয়াড়ী ইউনিয়ন যুব -বিভাগের আয়োজনে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি হাফেজ মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে, সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা – রফিকুল ইসলাম, অন্যান্যের মধ্যে শিক্ষা মূলক আলোচনা করেন, যুব- জামায়াতের উপজেলা সভাপতি আব্দুল হাই, ৮নং বাসুয়াড়ী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল গফুর, ওয়াদীপুর আলিম মাদ্রাসার সহকারী প্রিন্সিপাল মাওলানা রকিবুল ইসলাম, যুব জামায়াতের ইউনিয়ন সহসভাপতি ডাঃ নজরুল ইসলাম, অধ্যাপক রোস্তম আলী প্রমুখ।
এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন, ওয়াদীপুর আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইব্রাহিম খলিল, রফিকুল ইসলাম ভুট্টো, ইউনিয়ন সহসভাপতি বাকি বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক, বায়তুল মাল সম্পাদক শিমুল হোসেন, সেক্রেটারি তুহিন আক্তার পলাশ, সহকারী সেক্রেটারি রবিউল ইসলামসহ ইউনিয়ন ও ওয়ার্ডের দায়িত্ব শীল পর্যায়ের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।