নিজস্ব প্রতিবেদক:‘গ্রিন ইনভারনমেন্ট, গ্রিন এডুকেশন’—এই স্লোগানকে সামনে রেখে বেনাপোলে শিশু-কিশোরদের জন্য এক শিক্ষামূলক ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) ‘এসো আলোকিত হই’ বেনাপোল সৃজনশিখা সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি নাজমুল হুসাইন জয়ের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার ছোট্ট শিশু ও কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৮৫/১ (শার্শা) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং সৃজনশিখা সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ নুরুজ্জামান লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৃজনশিখার অন্যতম উপদেষ্টা মোস্তাফিজ্জোহা সেলিমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেন, “আগামী প্রজন্মকে সৃজনশীল, মানবিক ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে না পারলে একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গঠন সম্ভব নয়। শিশু-কিশোরদের এমন ইতিবাচক ও শিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত করা সমাজ পরিবর্তনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিরা বলেন, এ ধরনের আয়োজন শিশুদের মধ্যে শিক্ষা, সৃজনশীলতা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.