স্বাক্ষর জাল করে ব্যাংকের টাকা নিয়ে উধাও, গ্রেফতার-১
- আপডেট: ১২:২৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- / ৩৬

নিজস্ব প্রতিবেদকঃ নীলফামারীর ডিমলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের টিআর ও কাবিখা প্রকল্পের ৩০ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা আত্মসাতের মামলার প্রধান আসামি অফিস সহকারী মশিউর রহমানকে (৪০) গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে রংপুর মহানগরীর সিও বাজার এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মশিউর রহমান দিনাজপুর জেলার বিরল উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের মতিউর রহমানের ছেলে।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, মশিউর রহমান বিভিন্ন প্রকল্পের টাকার হিসাবরক্ষক হিসেবে দায়িত্ব পালনের সুবাদে স্বাক্ষর জাল করে সোনালী ব্যাংক পিএলসি, ডিমলা শাখা থেকে দুই দফায় টাকা উত্তোলন করেন। গত ২৪ ডিসেম্বর ও ২৮ ডিসেম্বর তিনি সর্বমোট ৩০ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে আত্মগোপনে চলে যান।
পরবর্তীতে অফিসে অনুপস্থিত থাকায় এবং টাকার হিসাবে গরমিল পাওয়ায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল হক সোনালী ব্যাংকে যোগাযোগ করেন। সেখানে স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে টাকা উত্তোলনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর গত ২৯ ডিসেম্বর (সোমবার) ডিমলা থানায় একটি প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলা (মামলা নং-১৯) দায়ের করেন।
মামলা দায়েরের পর ছায়া তদন্ত শুরু করে র্যাব-১৩, সিপিসি-২ (নীলফামারী)। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, আসামি মশিউর রহমান গ্রেফতার এড়াতে রংপুরে আত্মগোপন করে আছেন।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান: ”সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বুধবার দুপুরে নীলফামারী ও রংপুর র্যাবের একটি যৌথ দল রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন সিও বাজার এলাকায় অভিযান চালায়। জনৈক মামুনুর রশিদের বাসা থেকে প্রধান পলাতক আসামি মশিউর রহমানকে গ্রেফতার করা হয়।”
গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব।




















