০১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

যশোরে র‍্যাবের অভিযানে ৭০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:০৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল থেকে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে র‍্যাব। এরই ধারাবাহিকতায় যশোরে বিশেষ অভিযানে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

র‍্যাব সূত্র জানায়, গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) দুপুর ২টা ১০ মিনিটে র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতয়ালী মডেল থানার মাহিদিয়া বাজার ভাতুরিয়া রোড এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে। এ সময় একটি গাড়ি তল্লাশি করে চালকের পাশের সিটের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ৭০ বোতল ভারতীয় ফেনসিডিল (WINCEREX) উদ্ধার করা হয়।

এ ঘটনায় মোঃ আলী রেজা (৪৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি আবু জাফর তরফদার (মিয়া)-এর ছেলে এবং যশোর শহরের ষষ্ঠিতলা এলাকার বাসিন্দা।

র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর ফজলে রাব্বি জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে যশোর কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়তে র‍্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

যশোরে র‍্যাবের অভিযানে ৭০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট: ০১:০৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদক: মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল থেকে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে র‍্যাব। এরই ধারাবাহিকতায় যশোরে বিশেষ অভিযানে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

র‍্যাব সূত্র জানায়, গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) দুপুর ২টা ১০ মিনিটে র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতয়ালী মডেল থানার মাহিদিয়া বাজার ভাতুরিয়া রোড এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে। এ সময় একটি গাড়ি তল্লাশি করে চালকের পাশের সিটের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ৭০ বোতল ভারতীয় ফেনসিডিল (WINCEREX) উদ্ধার করা হয়।

এ ঘটনায় মোঃ আলী রেজা (৪৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি আবু জাফর তরফদার (মিয়া)-এর ছেলে এবং যশোর শহরের ষষ্ঠিতলা এলাকার বাসিন্দা।

র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর ফজলে রাব্বি জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে যশোর কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়তে র‍্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।