বেনাপোলে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ হোমিওপ্যাথিক ওষুধ জব্দ
- আপডেট: ০৭:১২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
- / ৬

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় হোমিওপ্যাথিক ওষুধসহ মালিকবিহীন অবৈধ চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।
বিজিবি জানায়, অভিযানে ভারতীয় হোমিওপ্যাথিক ওষুধ, শাড়ি, শাল-চাদর এবং বিভিন্ন কসমেটিকস সামগ্রী আটক করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৮ হাজার টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান দমন অভিযানের অংশ হিসেবে বিজিবি বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত অঞ্চলে নিয়মিতভাবে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের অবৈধ পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হচ্ছে।
তিনি আরও বলেন, “সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত পণ্যসমূহ পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।






















