১০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

বেনাপোলে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ হোমিওপ্যাথিক ওষুধ জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:১২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় হোমিওপ্যাথিক ওষুধসহ মালিকবিহীন অবৈধ চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।

বিজিবি জানায়, অভিযানে ভারতীয় হোমিওপ্যাথিক ওষুধ, শাড়ি, শাল-চাদর এবং বিভিন্ন কসমেটিকস সামগ্রী আটক করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৮ হাজার টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান দমন অভিযানের অংশ হিসেবে বিজিবি বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত অঞ্চলে নিয়মিতভাবে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের অবৈধ পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হচ্ছে।

তিনি আরও বলেন, “সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত পণ্যসমূহ পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ হোমিওপ্যাথিক ওষুধ জব্দ

আপডেট: ০৭:১২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় হোমিওপ্যাথিক ওষুধসহ মালিকবিহীন অবৈধ চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।

বিজিবি জানায়, অভিযানে ভারতীয় হোমিওপ্যাথিক ওষুধ, শাড়ি, শাল-চাদর এবং বিভিন্ন কসমেটিকস সামগ্রী আটক করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৮ হাজার টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান দমন অভিযানের অংশ হিসেবে বিজিবি বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত অঞ্চলে নিয়মিতভাবে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের অবৈধ পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হচ্ছে।

তিনি আরও বলেন, “সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত পণ্যসমূহ পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।