০১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

ভারতের ৮ ব্যক্তি ও ৯ কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৩৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • / ১৭

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আট ব্যক্তি ও ৯ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের জ্বালানি বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাদের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এ খবর দিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। এতে বলা হয়, ইরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়েছে ভারতীয় নাগরিক ও কোম্পানিগুলো। ইরানের তেল, পেট্রোলিয়ামজাত পণ্য এবং পেট্রোকেমিক্যালস ব্যবসার সঙ্গে যুক্ত ভারতের এসব ব্যক্তি ও কোম্পানি।

সর্বশেষ পদক্ষেপ হিসেবে বৃহস্পতিবার ইরানের পেট্রোলিয়াম এবং পেট্রোকেমিক্যালজাত পণ্যের বাণিজ্যের সঙ্গে যুক্ত ৪০ ব্যক্তি, কোম্পানি ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। একই সঙ্গে মার্কিন অর্থমন্ত্রণালয়ের অধীন বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ অফিস (ওএফএসি) ইরান থেকে বিদেশি ক্রেতাদের কাছে তেল ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) পরিবহনে সহায়তা করার অভিযোগে আরও ৬০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজকে তালিকাভুক্ত করেছে।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিষেধাজ্ঞা তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ৮ ভারতীয় রাসায়নিক ও পেট্রোকেমিক্যাল বাণিজ্য প্রতিষ্ঠান। এগুলো হলো মুম্বাইভিত্তিক সিজে শাহ অ্যান্ড কো, কেমোভিক, মোডি কেম, পারিকেম রিসোর্সেস, ইনডিসল মার্কেটিং, হরেশ পেট্রোকেম, শিভ টেক্সকেম এবং দিল্লিভিত্তিক বিকে সেলস করপোরেশন।

স্টেট ডিপার্টমেন্টের এ তালিকায় রয়েছেন পাঁচ ভারতীয় নাগরিক। তারা হলেন- কেমোভিকের পরিচালক পিয়ূষ মাগনলাল জাভিয়া, ইনডিসল মার্কেটিংয়ের পরিচালক নীতি উনমেশ ভাট এবং হরেশ পেট্রোকেমের পরিচালক কমলা কাসাত, কুনাল কাসাত ও পুনম কাসাত। ওএফএসি’র তালিকায় আরও তিন ভারতীয়- বরুণ পুলা, আয়াপ্পান রাজা ও সোনিয়া শ্রেষ্ঠার নাম রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানি এলপিজি পরিবহনকারী জাহাজগুলোর সঙ্গে যুক্ত ছিলেন।

Please Share This Post in Your Social Media

ভারতের ৮ ব্যক্তি ও ৯ কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আপডেট: ১১:৩৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আট ব্যক্তি ও ৯ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের জ্বালানি বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাদের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এ খবর দিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। এতে বলা হয়, ইরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়েছে ভারতীয় নাগরিক ও কোম্পানিগুলো। ইরানের তেল, পেট্রোলিয়ামজাত পণ্য এবং পেট্রোকেমিক্যালস ব্যবসার সঙ্গে যুক্ত ভারতের এসব ব্যক্তি ও কোম্পানি।

সর্বশেষ পদক্ষেপ হিসেবে বৃহস্পতিবার ইরানের পেট্রোলিয়াম এবং পেট্রোকেমিক্যালজাত পণ্যের বাণিজ্যের সঙ্গে যুক্ত ৪০ ব্যক্তি, কোম্পানি ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। একই সঙ্গে মার্কিন অর্থমন্ত্রণালয়ের অধীন বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ অফিস (ওএফএসি) ইরান থেকে বিদেশি ক্রেতাদের কাছে তেল ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) পরিবহনে সহায়তা করার অভিযোগে আরও ৬০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজকে তালিকাভুক্ত করেছে।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিষেধাজ্ঞা তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ৮ ভারতীয় রাসায়নিক ও পেট্রোকেমিক্যাল বাণিজ্য প্রতিষ্ঠান। এগুলো হলো মুম্বাইভিত্তিক সিজে শাহ অ্যান্ড কো, কেমোভিক, মোডি কেম, পারিকেম রিসোর্সেস, ইনডিসল মার্কেটিং, হরেশ পেট্রোকেম, শিভ টেক্সকেম এবং দিল্লিভিত্তিক বিকে সেলস করপোরেশন।

স্টেট ডিপার্টমেন্টের এ তালিকায় রয়েছেন পাঁচ ভারতীয় নাগরিক। তারা হলেন- কেমোভিকের পরিচালক পিয়ূষ মাগনলাল জাভিয়া, ইনডিসল মার্কেটিংয়ের পরিচালক নীতি উনমেশ ভাট এবং হরেশ পেট্রোকেমের পরিচালক কমলা কাসাত, কুনাল কাসাত ও পুনম কাসাত। ওএফএসি’র তালিকায় আরও তিন ভারতীয়- বরুণ পুলা, আয়াপ্পান রাজা ও সোনিয়া শ্রেষ্ঠার নাম রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানি এলপিজি পরিবহনকারী জাহাজগুলোর সঙ্গে যুক্ত ছিলেন।