ঝিকরগাছার মানুষের ভালোবাসায় সিক্ত হলেন ইউএনও ভুপালী সরকার
- আপডেট: ০৬:১৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
- / ১০

আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালী সরকারকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর ) সকাল ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই সংবর্ধনার আয়োজন করে ঝিকরগাছা সম্মিলিত সচেতন নাগরিক সমাজ।
বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা সংসদ, বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, ঝিকরগাছা প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, সেবা সংগঠন, ফ্রেন্ডস টুয়েন্টি স্বেচ্ছাসেবী সংগঠন, ঊষার আলো স্বেচ্ছাসেবী সংগঠন, দলিল লেখক সমিতি, গদখালি ফুল ব্যবসায়ী সমিতি, উপজেলা প্রশাসন স্কুলসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ঝিকরগাছার ইতিহাসে এই প্রথম কোনো সরকারি কর্মকর্তাকে এভাবে বিদায় জানানো হলো। উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার তার দায়িত্বকালীন সময়ে জনগণের আস্থা অর্জন করেছেন। তিনি সবসময় জনগণের পাশে থেকে প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার আন্তরিকতা ও মানবিক নেতৃত্ব আমাদের মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
ইউএনও ভুপালী সরকার বিদায় বেলায় বলেন, “আমি সর্বদা চেষ্টা করেছি জনগণের পাশে থেকে প্রশাসনিক দায়িত্ব পালন করতে। আপনাদের ভালোবাসা আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি যেখানেই থাকি, ঝিকরগাছার মানুষের জন্য আন্তরিক শুভকামনা থাকবে।” তিনি আরও বলেন, “ঝিকরগাছা আমার জন্য শুধুই একটি কর্মস্থল নয়, এটি জীবনের একটি বিশেষ অধ্যায়। এখানকার মানুষের ভালোবাসা ও সহযোগিতা আমার প্রশাসনিক জীবনকে সমৃদ্ধ করেছে।”
শেষে আয়োজক সংগঠন গুলোর পক্ষ থেকে ইউএনও ভুপালী সরকারকে সম্মাননা স্মারক, উপহার সামগ্রী ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। উপস্থিত সবাই তাঁর আগামী দিনের দায়িত্ব পালনে সফলতা ও মঙ্গল কামনা করেন।






















