মাগুরা সদর উপজেলা পৌর শাখার মহিলা সমাবেশ
- আপডেট: ০১:৩২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / ১

শালিখা (মাগুরা) প্রতিনিধি:লক্ষণ কুমার মন্ডল : শিক্ষা, সমতা ও উন্নয়ন এই প্রতিপাদ্য সামনে নিয়ে আজ মাগুরা সদর উপজেলার পৌরশাখার ৯টি ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল মাগুরা পৌর শাখার মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার ১১ অক্টোবর বিকাল ৩ টার সময় তাতীপাড়া ৪ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে, মাগুরা পৌর মহিলা দলের আয়োজনে মহিলাদলের সমাবেশ হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাগুরা পৌর মহিলা দলের আহবায়ক খুরশিদা ইয়াসমিন ইতি ও সঞ্চালনা করেন মাগুরা জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক জেসমিন রহমান স্মৃতি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় কমিটি সহ-ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় কমিটি মহিলা দল সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা মহিলা দল সভাপতি উম্বিয়া কুলসুম উর্মি ও মাগুরা জেলা মহিলা দল সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফারহানা পারভীন বিউটি।
এছাড়াও উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি অধ্যাপিকা শাহানা ফেরদৌস হ্যাপি, মাগুরা পৌর শাখা বিএনপি নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মোঃ মাসুদ হাসান খান কিজিল, সাধারণ সম্পাদক আঞ্জুম হাসান সুমন, মাগুরা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম হীরা, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা, কৃষক দল নেতা আরমান, কৃষক দলের নেতা বিএম এহসানুল হক পলাশ, মাগুরা জেলা মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক পাপিয়া শারমিন রত্মা, জেলা মহিলা দলের যুগ্ম আহবায়ক সাবিনা ইয়াসমিন মেরী, পৌর মহিলা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জান্নাত সুলতানা, ২ নং ওয়ার্ডের মহিলা দলের সাধারণ সম্পাদক রুবি ফারহানা, সদস্য রেজিনা কবির, পৌর সদস্য সচিব বিউটি খাতুন, মহিলা দলের সদস্য সাবরিনা সুলতানা লাইজু, মাগুরা সদর থানা যুগ্ম আহবায়ক রোজীনা পারভীন, মাগুরা সদর উপজেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হোসনেয়ারা খাতুন পলি, মাগুরা জেলা মহিলা দলের সদস্য কবিতা খান, মাগুরা জেলা মহিলা দলের বন ও পরিবেশ সম্পাদিকা জোছনা পারভীন, সাবেক কাউন্সিলর ৪,৫,৬ ও জেলা মহিলা দলের সদস্য পারভীন আক্তার হাওয়া, পৌরশাখার ১ নং ওয়ার্ডের মহিলা দলের সভাপতি তাহমিনা জামান সহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করছে হবে। অতীতের ফ্যাসিস্ট সরকার বিএনপির উপর অনেক জুলুম অত্যাচার চালিয়েও অন্যদলে যোগদান করাতে পারেনি। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সকলকে একযোগে নির্বাচনের কাজ করতে হবে।