চলতি অর্থবছরের প্রথম ৩ মাসে ৯০ হাজার ৮২৫ কোটি টাকা রেকর্ড রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড
- আপডেট: ০৫:১১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
- / ৯৭

নিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫-২০২৬ চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) ৯০ হাজার ৮২৫ কোটি টাকা রাজস্ব আদায় করেছে, যা এযাবৎকালের যেকোনো অর্থবছরের প্রথম তিন মাসের তুলনায় সর্বোচ্চ রেকর্ড রাজস্ব আদায়।
শুক্রবার (১৭ অক্টোবর) এনবিআর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিগত ২০২৪-২০২৫ অর্থবছরের প্রথম তিন মাসে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৭৫ হাজার ৫৫৪ কোটি টাকা, সে হিসেবে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ১৫ হাজার ২৭০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে, যার প্রবৃদ্ধি হার ২০ দশমিক ২১ শতাংশ। এনবিআর-এর তথ্য অনুযায়ী, এই প্রান্তিকে আয়কর ও ভ্রমণ কর, স্থানীয় পর্যায়ের মূসক খাত এবং আমদানি ও রপ্তানি খাতের প্রত্যেকটিতে রাজস্ব আদায়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।
এনবিআর-এর তথ্য বলছে, স্থানীয় পর্যায়ের মূসক খাত থেকে ২০২৫-২০২৬ অর্থবছরের প্রথম তিন মাসে সবচেয়ে বেশি ৩৪ হাজার ৮১৯ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। বিগত অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের তুলনায় এই খাতে আদায়ের প্রবৃদ্ধি হার ২৯ দশমিক ৭৪ শতাংশ। এছাড়া, আয়কর ও ভ্রমণ কর খাতে রাজস্ব আদায় হয়েছে ২৮ হাজার ৪৭৮ কোটি টাকা, যা গত অর্থবছরের একই সময়ের আদায় ২৪ হাজার ৮০ কোটি টাকার চাইতে ১৮ দশমিক ২৬ শতাংশ বেশি।
অন্যদিকে, আমদানি ও রপ্তানি খাতে ২০২৫-২০২৬ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ২৭ হাজার ৫২৮ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে, যা বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৭৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। বিগত অর্থবছরগুলোতে প্রথম তিন মাসে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল, ২০২৩-২০২৪ অর্থবছরে ৭৬ হাজার ৬৮ কোটি টাকা এবং ২০২২-২০২৩ অর্থবছরে ৬৮ হাজার ৬৩৫ কোটি টাকা।
এনবিআর কর্তৃপক্ষ বলছে, করের আওতা বৃদ্ধি, কর পরিপালন নিশ্চিতকরণ, কর ফাঁকি প্রতিরোধ এবং ফাঁকি দেওয়া রাজস্ব পুনরুদ্ধার করে সরকারি কোষাগারে জমাদানের কাজে জাতীয় রাজস্ব বোর্ডের মেধাবী এবং পরিশ্রমী কর্মীরা তাদের নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। এই রাজস্ব আদায়ের প্রবৃদ্ধির ধারাকে আরও বেগবান করতে তারা অঙ্গীকারবদ্ধ।

























