১০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

জুলাই-আগস্টে রাজস্ব আদায়ে ২১ শতাংশ প্রবৃদ্ধি

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫৫:২২ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / ২০৩

নিজস্ব প্রতিবেদক: টানা প্রবৃদ্ধির ধারায় আরও এক ধাপ এগিয়ে গেল রাজস্ব খাত। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাস—জুলাই ও আগস্টে রাজস্ব আদায়ে ২১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

জানা গেছে, চলতি অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে মোট রাজস্ব আদায় হয়েছে ৫৪ হাজার ৪২৩ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে আদায় হয়েছিল ৪৫ হাজার ৫ কোটি টাকা। অর্থাৎ, এক বছরের ব্যবধানে রাজস্ব আদায় বেড়েছে প্রায় ৯ হাজার ৪১৭ কোটি টাকা।

এনবিআরের হালনাগাদ তথ্য অনুযায়ী, শুধু আগস্ট ২০২৫ মাসেই রাজস্ব আদায় হয়েছে ২৭ হাজার ১৭৪ কোটি টাকা, যা গত বছরের আগস্টের তুলনায় ১৮ শতাংশ বেশি। গত অর্থবছরের আগস্টে আদায় হয়েছিল ২৩ হাজার ৮৯ কোটি টাকা।

গত আগস্ট মাসে সবচেয়ে বেশি রাজস্ব এসেছে স্থানীয় পর্যায়ের মূসক (ভ্যাট) খাত থেকে। এ খাতে আদায় হয়েছে ১১ হাজার ৮৫ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৩.৮৩ শতাংশ বেশি। আগস্ট ২০২৪-এ এ খাতে আদায় ছিল ৮ হাজার ২৮৩ কোটি টাকা।

আয়কর ও ভ্রমণ কর খাতে আগস্ট মাসে রাজস্ব আদায় হয়েছে ৮ হাজার ৪৪২ কোটি টাকা। গত বছরের একই সময়ে এই খাতে আদায় ছিল ৬ হাজার ৭৯৮ কোটি টাকা। ফলে প্রবৃদ্ধি হয়েছে ২৪.১৭ শতাংশ।

তবে আমদানি ও রপ্তানি শুল্ক খাতে আগস্ট মাসে কিছুটা মন্দা দেখা গেছে। এ খাতে আদায় হয়েছে ৭ হাজার ৬৪৭ কোটি টাকা, যা গত বছরের তুলনায় কিছুটা কম। এনবিআর সূত্রে জানা গেছে, আইবাস প্লাস প্লাস সিস্টেমে অর্থনৈতিক কোড পরিবর্তনের কারণে অনেক কাস্টমস হাউসের রাজস্ব সেপ্টেম্বরে জমা হয়েছে। ফলে আগস্ট মাসে এ খাতে প্রবৃদ্ধি ঋণাত্মক দেখা যাচ্ছে।

রাজস্ব আদায়ে এই সাফল্যের পেছনে রয়েছে কর সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কর পরিপালন তদারকির জোরদার কার্যক্রম। কর ফাঁকি রোধ, কর নেট সম্প্রসারণ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে এনবিআরের কর্মকর্তারা নিরলসভাবে কাজ করছেন।

এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সম্মানিত করদাতারা যাতে স্বেচ্ছায় এবং নিয়মিত কর পরিশোধে আরও আগ্রহী হন, সে লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশ গঠনে করদাতাদের অংশগ্রহণই জাতীয় উন্নয়নের চালিকাশক্তি বলে মন্তব্য করেছে সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

জুলাই-আগস্টে রাজস্ব আদায়ে ২১ শতাংশ প্রবৃদ্ধি

আপডেট: ০৯:৫৫:২২ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: টানা প্রবৃদ্ধির ধারায় আরও এক ধাপ এগিয়ে গেল রাজস্ব খাত। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাস—জুলাই ও আগস্টে রাজস্ব আদায়ে ২১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

জানা গেছে, চলতি অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে মোট রাজস্ব আদায় হয়েছে ৫৪ হাজার ৪২৩ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে আদায় হয়েছিল ৪৫ হাজার ৫ কোটি টাকা। অর্থাৎ, এক বছরের ব্যবধানে রাজস্ব আদায় বেড়েছে প্রায় ৯ হাজার ৪১৭ কোটি টাকা।

এনবিআরের হালনাগাদ তথ্য অনুযায়ী, শুধু আগস্ট ২০২৫ মাসেই রাজস্ব আদায় হয়েছে ২৭ হাজার ১৭৪ কোটি টাকা, যা গত বছরের আগস্টের তুলনায় ১৮ শতাংশ বেশি। গত অর্থবছরের আগস্টে আদায় হয়েছিল ২৩ হাজার ৮৯ কোটি টাকা।

গত আগস্ট মাসে সবচেয়ে বেশি রাজস্ব এসেছে স্থানীয় পর্যায়ের মূসক (ভ্যাট) খাত থেকে। এ খাতে আদায় হয়েছে ১১ হাজার ৮৫ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৩.৮৩ শতাংশ বেশি। আগস্ট ২০২৪-এ এ খাতে আদায় ছিল ৮ হাজার ২৮৩ কোটি টাকা।

আয়কর ও ভ্রমণ কর খাতে আগস্ট মাসে রাজস্ব আদায় হয়েছে ৮ হাজার ৪৪২ কোটি টাকা। গত বছরের একই সময়ে এই খাতে আদায় ছিল ৬ হাজার ৭৯৮ কোটি টাকা। ফলে প্রবৃদ্ধি হয়েছে ২৪.১৭ শতাংশ।

তবে আমদানি ও রপ্তানি শুল্ক খাতে আগস্ট মাসে কিছুটা মন্দা দেখা গেছে। এ খাতে আদায় হয়েছে ৭ হাজার ৬৪৭ কোটি টাকা, যা গত বছরের তুলনায় কিছুটা কম। এনবিআর সূত্রে জানা গেছে, আইবাস প্লাস প্লাস সিস্টেমে অর্থনৈতিক কোড পরিবর্তনের কারণে অনেক কাস্টমস হাউসের রাজস্ব সেপ্টেম্বরে জমা হয়েছে। ফলে আগস্ট মাসে এ খাতে প্রবৃদ্ধি ঋণাত্মক দেখা যাচ্ছে।

রাজস্ব আদায়ে এই সাফল্যের পেছনে রয়েছে কর সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কর পরিপালন তদারকির জোরদার কার্যক্রম। কর ফাঁকি রোধ, কর নেট সম্প্রসারণ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে এনবিআরের কর্মকর্তারা নিরলসভাবে কাজ করছেন।

এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সম্মানিত করদাতারা যাতে স্বেচ্ছায় এবং নিয়মিত কর পরিশোধে আরও আগ্রহী হন, সে লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশ গঠনে করদাতাদের অংশগ্রহণই জাতীয় উন্নয়নের চালিকাশক্তি বলে মন্তব্য করেছে সংস্থাটি।