বাঘারপাড়ায় ৬০ বছর বয়সী রমজান কাজির বিরুদ্ধে (৯) বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ
- আপডেট: ০৬:২৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
- / ১২

সাঈদ ইবনে হানিফ ঃ যশোরের বাঘারপাড়া উপজেলায় নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী রমজান কাজি নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।৷ ঘটনাটি ঘটেছে উপজেলার জামদিয়া ইউনিয়নের বারবাগ গ্রামে।
আটক রমজান কাজী (৬০)। ওই গ্রামের শাহাদাৎ কাজীর ছেলে। এবং ধর্ষিতা শিশুর সম্পর্কে দাদা।
পরিবার সূত্রে জানা গেছে, শিশুটি বাবা-মায়ের সঙ্গে নড়াইলে বসবাস করত। প্রায় ১৫ দিন আগে রমজান কাজী নড়াইল থেকে শিশুটিকে বাড়িতে নিয়ে আসেন এবং গত ২৮ অক্টোবর দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি শিশুটির ওপর নির্যাতন চালান বলে অভিযোগ।
পরবর্তীতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসকদের কাছে বিষয়টি ধরা পড়ে। ৩০ অক্টোবর ঘটনাটি জানাজানি হলে শিশুটির বাবা-মা এবিষয়ে বাঘারপাড়া থানায় অভিযোগ দাখিল করেন।
বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ তাইজুল ফকির সাংবাদিকদের জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার পর অভিযুক্ত রমজান কাজীকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।#






















