১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

যশোর-নড়াইল মহাসড়কে ৭৩৫ গ্রাম স্বর্ণের বারসহ বেনাপোলের পাচারকারী আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • / ১৫

নিজস্ব প্রতিবেদক: যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজের উপর থেকে ৭৩৫ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের বারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (৩১ অক্টোবর-২০২৫) সকাল সাড়ে ১০টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, যশোরের কোতোয়ালী থানার দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার প্যান্টের পকেটের ভিতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসময় তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন ও নগদ ৯ হাজার ৮৭ টাকা জব্দ করা হয়।

আটক ব্যক্তির নাম আবু বক্কর সিদ্দিক (৩৪)। তিনি যশোর জেলার বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের রুহুল আমিনের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু বক্কর স্বীকার করেন, তিনি ঢাকা থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে বেনাপোল হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যশোরে আসেন। তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণগুলো সংগ্রহ করেছিলেন।

জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য এক কোটি ২৬ লাখ ৮ হাজার ৯২৫ টাকা। এছাড়া মোবাইল ও নগদ টাকাসহ মোট উদ্ধারকৃত মালামালের সিজার মূল্য দাঁড়িয়েছে এক কোটি ২৬ লাখ ৪০ হাজার ১২ টাকা।

আটককৃত আসামিকে মামলা দায়েরের মাধ্যমে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এ ধরনের চোরাচালান রোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। তারই অংশ হিসেবে শুক্রবারের অভিযানে পাচারকারীসহ স্বর্ণ জব্দ করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় স্বর্ণসহ যেকোনো ধরনের চোরাচালান রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

যশোর-নড়াইল মহাসড়কে ৭৩৫ গ্রাম স্বর্ণের বারসহ বেনাপোলের পাচারকারী আটক

আপডেট: ০৬:০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজের উপর থেকে ৭৩৫ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের বারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (৩১ অক্টোবর-২০২৫) সকাল সাড়ে ১০টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, যশোরের কোতোয়ালী থানার দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার প্যান্টের পকেটের ভিতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসময় তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন ও নগদ ৯ হাজার ৮৭ টাকা জব্দ করা হয়।

আটক ব্যক্তির নাম আবু বক্কর সিদ্দিক (৩৪)। তিনি যশোর জেলার বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের রুহুল আমিনের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু বক্কর স্বীকার করেন, তিনি ঢাকা থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে বেনাপোল হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যশোরে আসেন। তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণগুলো সংগ্রহ করেছিলেন।

জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য এক কোটি ২৬ লাখ ৮ হাজার ৯২৫ টাকা। এছাড়া মোবাইল ও নগদ টাকাসহ মোট উদ্ধারকৃত মালামালের সিজার মূল্য দাঁড়িয়েছে এক কোটি ২৬ লাখ ৪০ হাজার ১২ টাকা।

আটককৃত আসামিকে মামলা দায়েরের মাধ্যমে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এ ধরনের চোরাচালান রোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। তারই অংশ হিসেবে শুক্রবারের অভিযানে পাচারকারীসহ স্বর্ণ জব্দ করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় স্বর্ণসহ যেকোনো ধরনের চোরাচালান রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।