১০:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

যা হওয়ার হয়ে গেছে, সমস্যার সমাধান করুন : সরকারকে মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:১৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • /

নিজস্ব প্রতিবেদকঃ জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে সৃষ্ট সংকটের জন্য অন্তবর্তী সরকার ও ঐকমত্য কমিশনকেই অভিযুক্ত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের কাছে আহ্বান থাকবে, যা হওয়ার হয়ে গেছে। আপনারা দয়া করে ওই সমস্যাগুলো সমাধান করেন, যাতে সবাই একসঙ্গে আমরা নির্বাচনের দিকে যেতে পারি। এই সমস্যার সমাধান করে আমরা যেন জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারি, সেই পথে এগিয়ে চলুন। তিনি বলেন, আমরা যেমন অতীতে আপনাদের সঙ্গে ছিলাম, ভবিষ্যতেও আপনাদের সঙ্গে থাকি। কিন্তু অবশ্যই আপনাদেরকে নিজেই যে জায়গা তৈরি করেছেন, তার পরিষ্কার করে দেবেন। শুক্রবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণসংহতি আন্দোলনের জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আজকে দেশে যে সংকট তৈরি করেছে, এই অন্তবর্তীকালীন সরকার, ঐকমত্য কমিশন। আামি বিশ্বাস করি, এই সংকট কেটে যাবে। এদেশের মানুষ কখনই পরাজয় বরণ করে না, পরাজয় বরণ করেনি, পরাজয় বরণ করবে না। আমাদের সব সময় একটা কথা মনে রাখতে হবে যে, দেশটা আমাদের- এই মানুষগুলো আমাদের এবং তাদেরকে ঐক্যবদ্ধ করে আমাদের সমস্ত যে চক্রান্ত, যে সমস্ত ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে হচ্ছে তাকে পরাজিত করতে হবে। এখানে আমরা বিভিন্ন দল করতে পারি, বিভিন্ন মত থাকতে পারে, বিভিন্ন পথ থাকতে পারে- কিন্তু একটা বিষয় আমরা সব সময় বাংলাদেশের ব্যাপারে ‘সবার আগে বাংলাদেশ’ আমাদের কোন সন্দেহ নেই।পর্যটন প্যাকেজ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের কাছে আহ্বান থাকবে, যা হওয়ার হয়ে গেছে। আপনারা দয়া করে ওই সমস্যাগুলো সমাধান করেন, যাতে সবাই একসাথে আমরা নির্বাচনের দিকে যেতে পারি। এই সমস্যার সমাধান করে আমরা যেন জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারি, সেই পথে এগিয়ে চলুন। আমরা যেমন অতীতে আপনাদের সঙ্গে ছিলাম, ভবিষ্যতেও আপনাদের সঙ্গে থাকি। কিন্তু অবশ্যই আপনাদেরকে নিজেই যে জায়গা তৈরি করেছেন, তার পরিষ্কার করে দেবেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের এবি পার্টির মঞ্জু সাহেব (মজিবুর রহমান মঞ্জু) একটা চ্যালেঞ্জ ছুড়েছেন, আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করেছি। এজন্য আমি সব সময় মনে করি, আমাদের গত কয়েক বছরে একসাথে কাজ করার যে একটা ঐক্য তৈরি হয়েছে এবং আমাদের মতো বৃদ্ধ এবং তাদের মত তরুণ এবং আরো তরুণ যারা আছেন, তাদের মধ্যে একটা কাজের সংহতি তৈরি হয়েছে, এ ব্যাপারে কোন সন্দেহ নেই।
তিনি বলেন, আজকে এখানে অনেকে হতাশা প্রকাশ করেছে। আমি আমার ব্যক্তিগত জীবনে কোনদিন হতাশাবাদী ছিলাম না, রাজনৈতিক জীবনেও হতাশাবাদী নই। কারণ আমি বিশ্বাস করি যে, ন্যায়ের জয় হবেই, সত্যের জয় হবেই। এসময় জোনায়েদ সাকির নেতৃত্ব গণসংহতি আন্দোলনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন বিএনপি মহাসচিব।

গণসংহতি প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে সম্মেলনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী জনশক্তি পার্টির সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু, এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণসংহতি আন্দোলন নেতারা বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

যা হওয়ার হয়ে গেছে, সমস্যার সমাধান করুন : সরকারকে মির্জা ফখরুল

আপডেট: ০৮:১৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে সৃষ্ট সংকটের জন্য অন্তবর্তী সরকার ও ঐকমত্য কমিশনকেই অভিযুক্ত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের কাছে আহ্বান থাকবে, যা হওয়ার হয়ে গেছে। আপনারা দয়া করে ওই সমস্যাগুলো সমাধান করেন, যাতে সবাই একসঙ্গে আমরা নির্বাচনের দিকে যেতে পারি। এই সমস্যার সমাধান করে আমরা যেন জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারি, সেই পথে এগিয়ে চলুন। তিনি বলেন, আমরা যেমন অতীতে আপনাদের সঙ্গে ছিলাম, ভবিষ্যতেও আপনাদের সঙ্গে থাকি। কিন্তু অবশ্যই আপনাদেরকে নিজেই যে জায়গা তৈরি করেছেন, তার পরিষ্কার করে দেবেন। শুক্রবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণসংহতি আন্দোলনের জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আজকে দেশে যে সংকট তৈরি করেছে, এই অন্তবর্তীকালীন সরকার, ঐকমত্য কমিশন। আামি বিশ্বাস করি, এই সংকট কেটে যাবে। এদেশের মানুষ কখনই পরাজয় বরণ করে না, পরাজয় বরণ করেনি, পরাজয় বরণ করবে না। আমাদের সব সময় একটা কথা মনে রাখতে হবে যে, দেশটা আমাদের- এই মানুষগুলো আমাদের এবং তাদেরকে ঐক্যবদ্ধ করে আমাদের সমস্ত যে চক্রান্ত, যে সমস্ত ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে হচ্ছে তাকে পরাজিত করতে হবে। এখানে আমরা বিভিন্ন দল করতে পারি, বিভিন্ন মত থাকতে পারে, বিভিন্ন পথ থাকতে পারে- কিন্তু একটা বিষয় আমরা সব সময় বাংলাদেশের ব্যাপারে ‘সবার আগে বাংলাদেশ’ আমাদের কোন সন্দেহ নেই।পর্যটন প্যাকেজ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের কাছে আহ্বান থাকবে, যা হওয়ার হয়ে গেছে। আপনারা দয়া করে ওই সমস্যাগুলো সমাধান করেন, যাতে সবাই একসাথে আমরা নির্বাচনের দিকে যেতে পারি। এই সমস্যার সমাধান করে আমরা যেন জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারি, সেই পথে এগিয়ে চলুন। আমরা যেমন অতীতে আপনাদের সঙ্গে ছিলাম, ভবিষ্যতেও আপনাদের সঙ্গে থাকি। কিন্তু অবশ্যই আপনাদেরকে নিজেই যে জায়গা তৈরি করেছেন, তার পরিষ্কার করে দেবেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের এবি পার্টির মঞ্জু সাহেব (মজিবুর রহমান মঞ্জু) একটা চ্যালেঞ্জ ছুড়েছেন, আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করেছি। এজন্য আমি সব সময় মনে করি, আমাদের গত কয়েক বছরে একসাথে কাজ করার যে একটা ঐক্য তৈরি হয়েছে এবং আমাদের মতো বৃদ্ধ এবং তাদের মত তরুণ এবং আরো তরুণ যারা আছেন, তাদের মধ্যে একটা কাজের সংহতি তৈরি হয়েছে, এ ব্যাপারে কোন সন্দেহ নেই।
তিনি বলেন, আজকে এখানে অনেকে হতাশা প্রকাশ করেছে। আমি আমার ব্যক্তিগত জীবনে কোনদিন হতাশাবাদী ছিলাম না, রাজনৈতিক জীবনেও হতাশাবাদী নই। কারণ আমি বিশ্বাস করি যে, ন্যায়ের জয় হবেই, সত্যের জয় হবেই। এসময় জোনায়েদ সাকির নেতৃত্ব গণসংহতি আন্দোলনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন বিএনপি মহাসচিব।

গণসংহতি প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে সম্মেলনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী জনশক্তি পার্টির সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু, এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণসংহতি আন্দোলন নেতারা বক্তব্য রাখেন।