বেনাপোলে ডিবি’র অভিযানে ১১ বোতল বিদেশি মদসহ দু’ভাই আটক
- আপডেট: ০৬:০৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
- / ১০

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১১ বোতল অবৈধ বিদেশি মদসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর-২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে বেনাপোল বাজারের পুরাতন পৌরসভার মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিবির সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখার এসআই বাবলা দাস, এসআই মো. কামাল হোসেন এবং এএসআই নির্মল কুমার দাসের নেতৃত্বে একটি চৌকস টিম মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই যুবককে তল্লাশি করে মো. সাজ্জাদুল ইসলাম রাসেলের (২৭) কাঁধে থাকা বাদামি রঙের স্কুলব্যাগ থেকে ৬ বোতল এবং মো. রাব্বি হোসেনের (২০) নেভি ব্লু ব্যাগ থেকে ৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। মোট ১১ বোতল অবৈধ বিদেশি মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৫ হাজার টাকা।
গ্রেফতারকৃত মো. সাজ্জাদুল ইসলাম রাসেল (২৭) ও মো. রাব্বি হোসেন (২০)। উভয়ের পিতা মো. কাউসার আলী তাদের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার বয়ড়াতলা গ্রামে।
এ ঘটনায় এসআই মো. কামাল হোসেন বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
গ্রেফতারকৃতদের শুক্রবার (৩১ অক্টোবর) বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।






















