১০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

রাষ্ট্র গঠনের বার্তা নিয়ে নিজামপুর ইউনিয়নে সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:২৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • /

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।

শুক্রবার (৩১ অক্টোবর-২০২৫) নিজামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশগ্রহণ করেছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এবং তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” কর্মসূচি প্রচারের অংশ হিসেবে তিনি এই সফর করেন।

তিনি নিজামপুর গ্রামের বিএনপি কর্মী আব্দুস সালামের বাড়িতে যান। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় আহত সালামের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তৃপ্তি এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

এরপর তিনি গোড়পাড়া বাজারে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে গণসংযোগ ও পথসভায় অংশ নেন। শার্শা উপজেলা বিএনপি, নিজামপুর ইউনিয়ন বিএনপি এবং আশপাশের ইউনিয়নের নেতাকর্মীসহ হাজারো মানুষের উপস্থিতিতে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে মফিকুল হাসান তৃপ্তি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বই আমাদের প্রেরণা। আমরা জনগণের কাছে আমাদের অঙ্গীকার পৌঁছে দেব, তাদের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে সংযুক্ত থাকব।”

তিনি আরও বলেন, “জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি আসলে এটি ফেব্রুয়ারি নির্বাচন বানচাল ও অনির্দিষ্টকালের জন্য বিলম্বিত করার চক্রান্ত। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থায় শুধুমাত্র একটি গণভোটের জন্য তিন হাজার কোটি টাকা ব্যয় করা সম্ভব নয়। জনগণের অর্থ অপচয় না করে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনই এখন দেশের একমাত্র প্রয়োজন।”

পথসভা শেষে তৃপ্তি নাসির উদ্দিনের বাড়িতে গিয়ে তাঁর চিকিৎসার দায়িত্ব নেন এবং পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। পরে তিনি নিজামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহজাহান আলালের বাসায় গিয়ে অসুস্থ এই নেতার খোঁজ নেন ও আবেগাপ্লুত হয়ে পড়েন।

দিনের শেষ পর্যায়ে তিনি কেরালখালি ও বাসাবাড়ি বাজারে গণসংযোগ চালান। সেখানে বিপুল জনসমাগমের মধ্যে বিএনপির নির্বাচনী অঙ্গীকার ও রাষ্ট্র মেরামতের ৩১ দফা তুলে ধরেন।

এ-সময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন, শার্শা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম তরফদার, সহ তথ্য বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ মন্টু, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমদাদ, নিজামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সদস্য আসাদুজ্জামান আসাদ, শার্শা ইউনিয়ন বিএনপি নেতা মিজানুর রহমান, যশোর জেলা কৃষক দলের সদস্য আলমগীর হোসেন টিপু, শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব বদিউজ্জামাল বদি, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুজ্জামান মির্জা, জনি হায়দার, সদস্য মফিজুর রহমান পিন্টু, জিয়াউর রহমান জিয়া, সাইফুল ইসলাম আসাদ, সোহাগ হোসেন, যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব, জিয়াউর রহমান জিয়া, আব্দুস সবুর, রবিউল ইসলাম রবি, খন্দকার সাইফুল ইসলাম, ইমতিয়াজ রিয়াল, রাসেল হোসেন, শার্শা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহজালাল আগুন, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুস শহীদ, শ্রমিক দল নেতা আব্দুল হান্নান, সাবেক ছাত্রদল নেতা জিয়াউর রহমান জিয়া, যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, সহ-সাংগঠনিক সম্পাদক রাব্বি হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ বিপ্লব মন্ডল, সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম বাপন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বিপ্লব হোসেন, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন, আতিকুজ্জামান সনি, তুহিন হোসেন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

Please Share This Post in Your Social Media

রাষ্ট্র গঠনের বার্তা নিয়ে নিজামপুর ইউনিয়নে সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি

আপডেট: ০৯:২৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।

শুক্রবার (৩১ অক্টোবর-২০২৫) নিজামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশগ্রহণ করেছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এবং তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” কর্মসূচি প্রচারের অংশ হিসেবে তিনি এই সফর করেন।

তিনি নিজামপুর গ্রামের বিএনপি কর্মী আব্দুস সালামের বাড়িতে যান। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় আহত সালামের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তৃপ্তি এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

এরপর তিনি গোড়পাড়া বাজারে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে গণসংযোগ ও পথসভায় অংশ নেন। শার্শা উপজেলা বিএনপি, নিজামপুর ইউনিয়ন বিএনপি এবং আশপাশের ইউনিয়নের নেতাকর্মীসহ হাজারো মানুষের উপস্থিতিতে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে মফিকুল হাসান তৃপ্তি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বই আমাদের প্রেরণা। আমরা জনগণের কাছে আমাদের অঙ্গীকার পৌঁছে দেব, তাদের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে সংযুক্ত থাকব।”

তিনি আরও বলেন, “জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি আসলে এটি ফেব্রুয়ারি নির্বাচন বানচাল ও অনির্দিষ্টকালের জন্য বিলম্বিত করার চক্রান্ত। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থায় শুধুমাত্র একটি গণভোটের জন্য তিন হাজার কোটি টাকা ব্যয় করা সম্ভব নয়। জনগণের অর্থ অপচয় না করে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনই এখন দেশের একমাত্র প্রয়োজন।”

পথসভা শেষে তৃপ্তি নাসির উদ্দিনের বাড়িতে গিয়ে তাঁর চিকিৎসার দায়িত্ব নেন এবং পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। পরে তিনি নিজামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহজাহান আলালের বাসায় গিয়ে অসুস্থ এই নেতার খোঁজ নেন ও আবেগাপ্লুত হয়ে পড়েন।

দিনের শেষ পর্যায়ে তিনি কেরালখালি ও বাসাবাড়ি বাজারে গণসংযোগ চালান। সেখানে বিপুল জনসমাগমের মধ্যে বিএনপির নির্বাচনী অঙ্গীকার ও রাষ্ট্র মেরামতের ৩১ দফা তুলে ধরেন।

এ-সময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন, শার্শা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম তরফদার, সহ তথ্য বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ মন্টু, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমদাদ, নিজামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সদস্য আসাদুজ্জামান আসাদ, শার্শা ইউনিয়ন বিএনপি নেতা মিজানুর রহমান, যশোর জেলা কৃষক দলের সদস্য আলমগীর হোসেন টিপু, শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব বদিউজ্জামাল বদি, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুজ্জামান মির্জা, জনি হায়দার, সদস্য মফিজুর রহমান পিন্টু, জিয়াউর রহমান জিয়া, সাইফুল ইসলাম আসাদ, সোহাগ হোসেন, যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব, জিয়াউর রহমান জিয়া, আব্দুস সবুর, রবিউল ইসলাম রবি, খন্দকার সাইফুল ইসলাম, ইমতিয়াজ রিয়াল, রাসেল হোসেন, শার্শা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহজালাল আগুন, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুস শহীদ, শ্রমিক দল নেতা আব্দুল হান্নান, সাবেক ছাত্রদল নেতা জিয়াউর রহমান জিয়া, যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, সহ-সাংগঠনিক সম্পাদক রাব্বি হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ বিপ্লব মন্ডল, সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম বাপন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বিপ্লব হোসেন, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন, আতিকুজ্জামান সনি, তুহিন হোসেন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।