নিজস্ব প্রতিবেদক : আজ বৃহস্পতিবার সকাল ১০টায় দেশের তিন হাজার ৭০০টি কেন্দ্রে একযোগে পরীক্ষায় শুরু হয়।

২০ লাখের বেশি শিক্ষার্থী এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে। প্রশ্ন ফাঁস ঠেকাতে ও শৃঙ্খলা রক্ষায় পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই কেন্দ্রে প্রবেশ করতে হয়েছে শিক্ষার্থীদের। এছাড়া রয়েছে ১৩ ধরনের নির্দেশনা।

দেশের ১১টি বোর্ডের অধীনে এবার ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৯২ হাজার ৮৭৮ জন এবং ছাত্রী ১০ লাখ ৩১ হাজার ৩১৪ জন। মোট কেন্দ্র ৩ হাজার ৭০০টি।

মাদরাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থী ২ লাখ ৯০ হাজার ৯৪০ জন। তাদের মধ্যে ছাত্র ৯৪ হাজর ৮৪১ জন এবং ছাত্রী ৩১ হাজার ৫৩২ জন। আর কারিগরি বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৩৭৩ জন। এর মধ্যে ছাত্র ৯৪ হাজার ৮৪১ জন এবং ছাত্রী ৩১ হাজার ৫৩২ জন।

নয়টি সাধারণ শিক্ষাবোর্ড এসএসসি, মাদরাসা শিক্ষা বোর্ড দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ড এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষা আয়োজনের দায়িত্ব পালন করছে।

লিখিত পরীক্ষা শেষ হবে ১২ মার্চ। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩-২০ মার্চ।