শিক্ষাঙ্গন | তারিখঃ মার্চ ১১, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 7465 বার
শার্শার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাভারন ডিগ্রি কলেজ’র পরিচালনা পর্ষদ’র সভাপতি নির্বাচিত হয়েছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. নাজমুল হাসান। গতকাল ১০ মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক আদেশে এই মনোনয়ন দেয়া হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আদেশক্রমে কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা এই মনোনয়নপত্রে স্বাক্ষর করেন। আগামী দু’বছর তিনি এই দায়িত্ব পালন করবেন। একই আদেশে অধ্যাপক খবির আহম্মদ খানকে বিদোৎসাহী সদস্য মনোনীত করা হয়েছে।
এদিকে, মো. নাজমুল হাসান নাভারন ডিগ্রি কলেজ’র পরিচালনা পর্ষদ’র সভাপতি নির্বাচিত হওয়ায় শার্শার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। -সংবাদ বিজ্ঞপ্তি