উজ্জ্বল রায়, নড়াইল থেকে: নড়াইলে ৫৯ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ১৫ মে নড়াইলের লোহাগড়া থানাধীন কলাগাছি গ্রাম থেকে তাদের আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে নড়াইলের লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব নাসির উদ্দিন এর তত্ত্বাবধানে নড়াইলের নলদী পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) কাজী আব্দুল মান্নান ও এএসআই (নিঃ) দীন ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- লোহাগড়া উপজেলার ঈশানগাতী গ্রামের আবু তালেবের ছেলে আশিকুজ্জামান (২৫) ও সারুলিয়া গ্রামের আকবর ফকিরের ছেলে স্বাধীন হোসেন (২১)। এ সময় আশিকুজ্জামানের নিকট থেকে ৫১ পিস ও স্বাধীন হোসেনের নিকট থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।