আন্তর্জাতিক ডেস্ক : চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বে সাত কোটি ১০ লাখের বেশি মানুষ দারিদ্র্যের কবলে পড়েছে। রবিবার (১৬ অক্টোবর) ইউএনডিপি এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে হামলার পর থেকেই খাদ্য ও জ্বালানির দাম বেড়ে গেছে। এতে বিশ্বজুড়ে দারিদ্র্যের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

রাশিয়া ইউক্রেন যুদ্ধের ওপর ইউএনডিপির প্রতিবেদন অনুযায়ী, দেশ দুইটির মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর প্রথম তিন মাসে পাঁচ কোটির বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যায়। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তাছাড়া যুদ্ধ শুরু হওয়ার পর নিম্নমধ্যম আয়ের দেশগুলোতে দুই কোটি মানুষের দৈনিক আয় তিন দশমিক ২০ ডলারের নিচে নেমে গেছে।

এদিকে করোনা মহামারির কারণে গত বছর ১৬ কোটির বেশি মানুষ দরিদ্র্যসীমার নিচে চলে যায়। এসময় দৈনিক দুই দশমিক ১৫ ডলার আয় করা মানুষের সংখ্যা বাড়ে আট দশমিক এক শতাংশ।

দেশে দেশে যে উচ্চ মূল্যস্ফীতি দেখা দিয়েছে তাতে বেশি ক্ষতিগ্রস্ত হবে দারিদ্র্যরা। মনে করা হচ্ছে, নিম্ন আয়ের দেশগুলোতে মানুষ দৈনিক আয়ের দুই-তৃীতাংশ ব্যয় করবে খাদ্য চাহিদা মেটাতে। উন্নতদেশগুলোতে এই হার দাঁড়াতে পারে এক-চতুর্থাংশে।