আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া বিমান হামলা চালিয়ে ইউক্রেনে ৭ জনকে হত্যা করেছেন। এ হামলায় আহত কমপক্ষে ৮ জন হয়েছেন। বুধবার (১২ অক্টোবর) সকালে পূর্ব ইউক্রেনের শহর আভদিভকার একটি বাজারে বিমান হামলা চালানো হয় বলে আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে।

দোনেৎস্কের গভর্নর পাভলো কিরিলেঙ্কো বলেন এ বিষয়ে বলেন, পূর্ব ইউক্রেনের শহর আভদিভকার একটি বাজারে রাশিয়ার বিমান হামলা চালিয়েছে। জনাকীর্ণ বাজারে বিমান হামলায় চালানোয় অন্তত ৭ জন নিহত হয়েছেন এবং ৮ জন আহত হয়েছেন।

তিনি আরও বলেন, রাশিয়ানরা সেন্ট্রাল মার্কেটে হামলা করেছিল, যেখানে সেই সময়ে অনেক লোক ছিল। এ ধরনের হামলার কোন যুক্তিকতা নেই। এদিকে খেরসনে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রাশিয়ান গণমাধ্যম আরআইএ নিউজ এজেন্সি জানিয়েছে, শহরের কেন্দ্রীয় বাজারের কাছে একটি ডিভাইস বিস্ফোরিত হয়েছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। এ বিষয়ে জাপোরিজিয়া অঞ্চলের দক্ষিণে রাশিয়ান নিয়ন্ত্রিত মেলিটোপোলের নির্বাসিত মেয়র ইভান ফেডোরভও টেলিগ্রামে বলেন, শহরে একটি শক্তিশালী বিস্ফোরণ হয়েছে।