আন্তর্জাতিক ডেস্ক : বিবিসি বাংলাসহ দশটি ভাষায় রেডিও সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি)। বলা হচ্ছে, আর্থিক টানাপোড়েনের মুখে ৮১ বছর পর বন্ধ হচ্ছে বিবিসি রেডিও সার্ভিস। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিবিসি জানিয়েছে, বাংলার পাশাপাশি আরবি, ফার্সি, চীনা, কিরগিজ, উজবেক, হিন্দি, ইন্দোনেশিয়ান, তামিল এবং উর্দুতেও রেডিও সম্প্রচার স্থগিত করা হবে।

১৯৪১ সালের ১১ অক্টোবর বিবিসি বাংলার ১৫ মিনিট সাপ্তাহিক সম্প্রচারের মাধ্যমে শুরু হয় রেডিও কার্যক্রমের। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে ২৮৫ মিলিয়ন পাউন্ড সাশ্রয়ের লক্ষ্যে ৩৮২ টি পোস্ট কাটার প্রস্তাব করা হয়েছে। তবে কোনো ভাষা বিভাগই পুরোপুরি বন্ধ করা হচ্ছে না এবং অনলাইন কার্যক্রম পরিচালনা করা হবে।

বিবিসি বলছে, উচ্চ মূল্যস্ফীতি এবং দ্রব্যমূল্য বৃদ্ধির সম্মিলিত চাপ তাদের এই কঠিন সিদ্ধান্তে নিয়ে গেছে। সূত্র – বিবিসি বাংলা