সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া ঃ ঐতিহ্যবাহি রাধানগর আমিনিয়া আলিম মাদরাসায় যাতায়াতের একমাত্র রাস্তাটি চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। বৃষ্টি হলে রাস্তায় প্রচুর পরিমানে কাদাপানি জমে থাকে। মাদরাসার মাঠে একটু বৃষ্টি হলে পানিতে ডুবে যায়। এলাকা বাসীর দীর্ঘ দিনের দাবি রয়েছে রাধানগর তালেরসারি থেকে মাদ্রাসা পর্যন্ত এবং হাবিবুর রহমান (হাবিল) মোল্লার বাড়ি থেকে মাদ্রাসা পর্যন্ত রাস্তাটি পাকা করা হোক । মাদ্রাসা থেকে উত্তর দক্ষিণ দুই প্রান্তের এই রাস্তাটি পাকা করা হলে মাদ্রাসার ছাত্র ছাত্রী সহ আশপাশের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের যাতায়াতের ক্ষেত্র সহজ হবে। এলাকা বাসীর সাথে কথা বলে জানা গেছে, ইতিপূর্বে সমাজপতিরা একাধিকবার রাস্তাটি পাকাকরণের প্রতিশ্রুতি দিলেও আজপর্যন্ত তার বাস্তব প্রতিফলন হয়নি। ঐতিহ্যের দিক থেকে রাধানগর গ্রাম একটি ইতিহাসের সাক্ষী বহন করে । এই হিসাবে যশোর জেলা জুড়ে গ্রামটির সুপরিচিত রয়েছে। গ্রামের তিন দিকে রয়েছে বাওড় দিয়ে ঘেরা এবং একদিকে ভৈরব নদী । চতুর্দিকে প্রবাহমান নদীর শাখা দ্বারা পরিবেষ্টিত বৃহত্তর এই গ্রামটিতে বর্তমানে কয়েক হাজার পরিবার বসবাস করে । গ্রামের বেশির ভাগ মানুষ চাষাবাদের সাথে জড়িত। পুরো গ্রাম জুড়ে রয়েছে বিভিন্ন ফলের বাগানের সমারহ। চাষিরা তাঁদের উৎপাদিত ফল ও ফসল আশপাশের বিভিন্ন বাজার হাটে বিক্রি করে থাকে । কিন্তু বর্ষা মৌসুমে তারা যাতায়াতের ক্ষেত্রে দূর্ভোগে পড়ে। গ্রামবাসির দাবি তাদের এই রাস্তাটি পাকা করা হলে গ্রামের সকল শ্রেনিপেশার মানুষের পাশাপাশি আশপাশের বিভিন্ন বাজার হাট প্রয়োজনীয় এলাকার সাথে মানুষের যোগাযোগের মাধ্যম সহজ হবে ।