আন্তর্জাতিক ডেস্ক : একটি মোটরসাইকেলে চালকের সঙ্গে চড়েছেন আরও ছয়জন। এছাড়া চালক সহ বাকি নারী ও শিশুদের কারও মাথায় নেই হেলমেট। সম্প্রতি ঘটনাটি ভারতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তাদের মোটরসাইকেলে চড়ার ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায়, চার শিশুকে নিয়ে তিন নারী এবং এক পুরুষ ওঠেন মোটরসাইকেলে। দুই শিশুকে বসানো হয় সামনের ট্যাঙ্কে। মাঝে চালকের আসনে এক পুরুষ আর পিছনের সিটে দুই শিশুকে কোলে নিয়ে উঠে বসেন আরো দুই নারী। কারও মাথাতেই হেলমেট ছিল না।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবার পর থেকেই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। ট্রাফিক আইন অমান্য করা এবং জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করায় তিন পূর্ণবয়স্ককে নিয়ে চলছে চর্চা। চালককে গ্রেফতারের দাবিও তুলেছেন অনেকে। কেউ কেউ আবার তুলে ধরছেন জ্বালানির বাড়তি দামের বিষয়টি। তবে সব ছাপিয়ে ব্যাপক হাস্যরসের জন্ম দিয়েছে এ ঘটনা।

সূত্র:এনডিটিভি।